সাগর জাহান
আপডেট: ১৬:২৯, ৮ ডিসেম্বর ২০২২
বিশ্বকাপে কেন একটি ম্যাচেও খেলানো হয়নি দিবালাকে?
![২০১৫ সালে জুভেন্টাসে ডাক পান দিবালা ২০১৫ সালে জুভেন্টাসে ডাক পান দিবালা](https://www.eyenews.news/media/imgAll/2021April/পাওলো-দিবালা-কাহিনী-eyenews-2212081629.jpg)
২০১৫ সালে জুভেন্টাসে ডাক পান দিবালা
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং নক আউট পর্ব বীর দর্পে শেষ করে আর্জেন্টিনা এখন কোয়ার্টার ফাইনালে শেষ আট দলের এক দল। আগামী ১০ ডিসেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে রাত ১টায় শেষ চারে জায়গা করে নেয়ার লড়াইয়ে নামবে লিওনেল স্কলানির শিষ্যরা। কোয়ার্টার ফাইনালের জন্য সেরা একাদশও ঠিক করে নিয়েছেন কোচ স্কলানি। বরাবরের মতোই একাদশে জায়গা হয়নি তারকা দিবালার। এতেই যেন আবারও মন খারাপ হয়ে গেল দিবালা ভক্তদের। দিবালা ভক্তরা মন থেকে চায় কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার রঙিন এ যাত্রায় এক ম্যাচে অন্তত দিবালা খেলবে।
কিন্তু বারবারই ভক্ত-সমর্থকদের হতাশ করে দিবালাকে বাইরে রেখেই একাদশ তৈরি করেন আর্জেন্টিনার কোচ। দীর্ঘদিন একইভাবে আর্জেন্টিনার সাইড বেঞ্চে বসে ম্যাচ দেখে দেখে সময় কাটান দিবালা। প্রশ্ন ওঠছে কোচ স্কলানি ইচ্ছেই করেই কী দিবালাকে খেলায় তোলেন না? দিবালাকে একাদশে না রাখার পেছনের কারণ কী?
আর্জেন্টিনার দিবালাকে ঘিরে ভক্তদের এ প্রশ্নের উত্তর পাওয়া যাবে দিবালার খেলার ধরণ এবং প্রকৃতি লক্ষ্য করলে। কেননা, দিবালার খেলার এই ধরণ, পজিশনই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলা যায়। কারণ, আর্জেন্টিনার আরেক অন্যতম মহাতারকা লিওনেল মেসি মাঠে যে পজিশনে খেলেন দিবালাও একই পজিশনে একইভাবে খেলেন।
মেসি যখন খেলেন মেসিকে দুই পাশ থেকে সহায়তা করেন ডি মারিয়া, ডি পল, মোলানিরা। ডি মারিয়ার জায়গায় অনেক সময় লাওতো মার্তিনেজকেও খেলানো হয়। পল-মোলানির জায়গায় সম্প্রতি ভাল করছেন দলের তরুণ তুর্কি আলভারেজ। মেসি ছাড়া বাকি সবাই যেসব পজিশনে এবং যেভাবে খেলেন দিবালা সেসব পজিশনে খেলেন না। তিনিও মেসির মতোই একজন ভালো প্লে মেকার এবং স্ট্রাইকারও।
এখন যেহেতু মেসিকে নামিয়ে দিবালাকে খেলানোও সম্ভব না; আবার ডি মারিয়া, ডি পল, আলভারেজ, লাওতো মার্টিনেজের জায়গায়ও দিবালাকে খেলানোন যাবে না। তাই দেখা যায় একাদশ তৈরি করতে হয় দিবালাকে বাইরে রেখেই।
তবে কাতার বিশ্বকাপে দলের একাদশে দেখা না গেলেও দিবালা জাতীয় দলের হয়েও খেলছেন বেশ কিছু ম্যাচ। ২০১৫ সাল থেকে আর্জেন্টিনার হয়ে মাঠে খেলছেন দিবালা। এ পর্যন্ত খেলেছেন ৩৪টি ম্যাচ। আর্জেন্টিনার হয়ে গোল করছেন ৩টি।
চলতি মৌসুমে রোমার হয়ে দারুণ ছন্দে ছিলেন এই ফরওয়ার্ড। ১২ ম্যাচে করেছেন ৭ গোল আর করিয়েছেন ২টি।
পাওলো ব্রুনো এক্সজিল দিবালা তার পূর্ণ নাম। জন্ম ১৫ নভেম্বর ১৯৯৩ সালে। ২০১১ সালে আর্জেন্টেনীয় ফুটবল ক্লাব ইনস্টিটুটো দে কর্ডোবা এর সাথে তার একজন পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে নাম লেখান দিবালা।
২০১২ সালে চলে আসেন ইতালীয় ফুটবল ক্লাব পালেরমোতে। ইতালীয় ফুটবল লীগ সিরিয়া এ'তে খেলার নৈপুণ্যের কারণে ২০১৫ সালে জুভেন্টাসে ডাক পান দিবালা। সুযোগ হয় আরও বড় ক্লাবের হয়ে বড় পরিসরে নিজেকে জানান দেয়ার।
জুভেন্তাসের হয়ে প্রথম সিজনের সময়কালে লিগ টাইটেল, কোপা ইটালিয়া এবং সুপারকোপা ইতালিয়ানার শিরোপা জিতেন জুভেন্তাস। যা নিঃসন্দেহে দিবালার ক্যারিয়ারের সূচনাতনেই এক দারুণ অর্জন ছিল।
তার খেলার সৃজনশীল শৈলী, গতি, প্রতিভা, কৌশল এবং লক্ষ্য চক্রের কারণে তাকে "লা জোগা" ডাকনাম নাম দেওয়া হয়েছে। বাংলায় লা জোগার অনুবাদ করলে এর প্রতিশব্দ দাঁড়ায় রত্ন।
রত্নকে অবহেলা করছেনা আর্জেন্টিনা ফুটবল ক্লাবও। কাতার বিশ্বকাপে একটি ম্যাচেও একাদশে দিবালাকে না খেলানোয় অনেকেই ভাবছেন দিবালাকে কী তাহলে আর আর্জেন্টিনার হয়ে দেখাই যাবে না?
এমন ভাবছে না আর্জেন্টিনা ফুটবল কতৃপক্ষ। আর কিছুদিন পরেই মহাতারকা মেসির অবসরের সময় আসছে। দলে তখন মেসির জায়গায় যে অভাবের সৃষ্টি সেই অভাব পূরণ করতে দেখা যাবে দিবালাকেই। তখন মেসির মতো মেসির পজিশনে খেলে ভক্তদের উল্লাসিত করবেন তারকা পাওলো দিবালা।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা