স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৩:০৩, ১০ ডিসেম্বর ২০২২
ব্রাজিল নয়, সেমিতে রইলো আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া
![ব্রাজিলের বিদায়ে নেইমারের কান্না, জয়ে উচ্ছাস মেসি-মদরিচদের। ব্রাজিলের বিদায়ে নেইমারের কান্না, জয়ে উচ্ছাস মেসি-মদরিচদের।](https://www.eyenews.news/media/imgAll/2021April/argentina-croatia-brazil-lost-to-semifinale-qatarworldcup-eyenews-2212101050.jpg)
ব্রাজিলের বিদায়ে নেইমারের কান্না, জয়ে উচ্ছাস মেসি-মদরিচদের।
জিতলে সেমিফাইনাল, হারলে নিশ্চিত বিদায়। এমন কঠিন সমীকরণের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ট্রাইবেকারে ক্রোয়েশিয়ার কাছে ধরা খেয়ে আসর থেকে বিদায় নিয়েছে। ভক্তদের চোখ ভিজেছে পানিতে।
তবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে হেরে গেলেও আর্জেন্টাইনদের চোখে চোখ রেখে প্রতিদ্বন্দ্বীতা করেছে ডাচরা। দুই গোল খেয়ে পিছিয়ে থেকেও দারুণ নৈপূণ্য দেখিয়ে খেলায় সমতায় ফেরে তারা।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে মলিনা ও লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে সেমিফাইনালের পথেই ছিল আর্জেন্টিনা। খেলার ৩৫ মিনিটে গোল করেন মলিনা। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান দ্বিগুন করেন মেসি।
কিন্তু খেলার ৮৩ মিনিটে গোল করে ব্যবধান কিছুটা কমান ওয়াউট উইঘোর্স্ট। আর মাত্র ১ মিনিট সময় পার করতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত হতো মেসিদের। খেলার এমন মুর্হর্তে ফের গোল করে দলকে সমতায় ফেরান ডাচ তারকা ওয়াউট উইঘোর্স্ট।
নির্ধারিত সময়ে খেলা ২-২ ড্র হয়ায় খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি।
খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠে যায় আর্জেন্টিনা।
ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলায় শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ করছিল দুই দল। তবে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ভিনিসিয়াস জুনিয়র, রিচার্লিসন, নেইমার, রাফিনহারা একাধিকবার ক্রোয়েশিয়ার রক্ষণ ভেদ করার চেষ্টা করলেও সে চেষ্টা বৃথা গেছে।
লুকা মদরিচ, প্যারেসিচ, রেনোভিচরাও দারুণ কিছু আক্রমণ করেন প্রথমার্ধে। কিন্তু ব্রাজিলের মতো তাদের আক্রমণগুলোও গোলে রূপ নেয়নি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলায় আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিলই।
খেলার ষাট মিনিটের পর বেশ কিছু পরিবর্তন দলে এনেছিলেন তিতে। রাফিনহাকে নামিয়ে এন্টনিকে খেলিয়েছেন। এন্টনি তিতের প্রত্যাশা পূরণও করেছেন। খেলার অতিরিক্ত ত্রিশ মিনিটে নেইমার যে গোলটি করে লিড নেয় সেটি তৈরি করে দেন এন্টনি। এসময় ব্রাজিল সমর্থকরা জয় নিশ্চিত ধরে নিয়েছিল।
কিন্তু অল্প সময়ের ব্যবধানেই ঘুরে দাঁড়ায় ক্রোয়েশিয়া। খেলার ১১৭ মিনিটে ব্রুনো পেকোভিচের শক্তিশালী শট ব্রাজিলের এক খেলোয়াড়ের পায়ে লেগে ব্রাজিলের জালে ঢুকে যায়। গোল পেয়ে খেলা সমতায় ফেরায় ক্রোয়েশিয়া। হয়তো ট্রাইবেকারে নিজেদের গোল কিপারকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ক্রোয়েশিয়া দল। কিপার লিভাকোভিচ সেই বিশ্বাসের দারুণ প্রতিদান দিয়েছেন।
ট্রাইভেকারে ব্রাজিলের প্রথম শট নেন রদ্রিগো। দারুণ ড্রাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন লিভাকোভিচ। ট্রাইবেকারে ব্রাজিল ৩টি শট করে মাত্র ১টি গোল করতে পেরেছে। অন্যদিকে ক্রোয়েশিয়া ৪টি শট করে ৪টিই গোল দিয়েছে। জয় পেয়ে সেমিতে ওঠেছে। একই রাতে জয় পাওয়া আর্জেন্টিনার সাথে সেমিফাইনালে দেখা হবে লুকা মদরিচ, রেনোভিচদের।
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা