হেলাল আহমেদ
১০ রকমের নৃত্যের চর্চা শিখে এসে কেঁদে আসর ছাড়লেন নেইমাররা
ম্যাচ হারের পর নেইমারের কান্না। (মাঝের ছবিতে)
কাতার বিশ্বকাপের আগে নিজেদের খেলার অনুশীলনের পাশাপাশি নৃত্যের অনুশীলনও করেছিলেন নেইমার, রিচার্লিসন, থিয়াগো সিলভারা। গ্রুপ পর্বের খেলা এবং রাউন্ড সিক্সটিনের খেলার গোল করে সেসব নৃত্য প্রদর্শন করে উদযাপনও করেছিলেন তারা। কিন্তু কে জানতো কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ক্রোয়েশিয়ার কাছে কান্নার মধ্য দিয়ে আসর ছাড়তে হবে ব্রাজিলকে। সেই অঘটনেরই শিকার হল ব্রাজিল। ফলে বিশ্বকাপের মাঠে বাকি নৃত্যগুলোও আর করতে পারলেন না তিতে শিষ্যরা।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ক্রোয়েশিয়াকে হারানোর পথেই ছিল। তবে দুঃস্বপ্ন হয়ে এলো ক্রোয়েশিয়ার ১১৭ মিনিটে করা গোলটি। এরপর টাইব্রেকারে ব্রাজিলকে রুখেই দিল ক্রোয়াটরা। হয়তো ট্রাইবেকারে নিজেদের গোল কিপারকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল ক্রোয়েশিয়া দল। কিপার লিভাকোভিচ সেই বিশ্বাসের দারুণ প্রতিদান দিয়েছেন।
ব্রাজিল হারাল ৪-২ গোলে। তাতে নেইমারদের বিশ্বকাপ যাত্রা রুখে শেষ চারে চলে গেছে ক্রোয়াটরা। ট্রাইভেকারে ব্রাজিলের প্রথম শট নেন রদ্রিগো। দারুণ ড্রাইভ দিয়ে বল ঠেকিয়ে দেন লিভাকোভিচ। ট্রাইবেকারে ব্রাজিল ৪টি শট করে ২টি গোল করতে পেরেছে। গোল করেছিলেন ক্যাসিমেরো আর পেড্রো। অন্যদিকে ক্রোয়েশিয়া ৪টি শট করে ৪টিই গোল দিয়েছে। জয় পেয়ে সেমিতে ওঠেছে। একই রাতে জয় পাওয়া আর্জেন্টিনার সাথে সেমিফাইনালে দেখা হবে লুকা মদরিচ, রেনোভিচদের।
টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে আনন্দে মাতোয়ারা ক্রোয়েশিয়া। নেইমার, থিয়াগো সিলভারা এডুকেশন সিটি স্টেডিয়ামে শুয়েই রয়েছেন। টেনেও তুলতে পারছেন না কোচিং স্টাফ ও সতীর্থরা। হেক্সা মিশনে এসে কোয়ার্টারে বিদায়ঘণ্টা বেজে গেল ব্রাজিলের। এডুকেশন সিটি স্টেডিয়াম মাতিয়ে রাখা ব্রাজিলের সমর্থকরাও দলের হারে স্তব্ধ।
এডুকেশন সিটি স্টেডিয়াম যেন সাবেক চ্যাম্পিয়নের বধ্যভূমি। এই স্টেডিয়ামেই নক আউটে বিদায় হয়েছিল স্পেন। টাইব্রেকারে আফ্রিকার মরক্কোর বিপক্ষে হেরেছিল একবারের চ্যাম্পিয়ন স্পেন। সেই এডুকেশন সিটি স্টেডিয়ামই আরেক চ্যাম্পিয়ন বধ হলো। সেই টাইব্রেকারেই।
স্পেন মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে কোনো গোলই করতে পারেনি। ব্রাজিল অবশ্য চার শটের মধ্যে দু’টি গোল করে। চতুর্থ শটে মারকিনিয়োস মিসের শট পোস্টে সাইড পোস্টে লাগার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ক্রোয়েশিয়া।
এই ক্রোয়েশিয়া গত আসরে রানার্স আপ হয়েছিল। সেই দলের এত উচ্ছ্বাসের কারণ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বধ। যা ক্রোয়াট ফুটবলে নতুন অধ্যায়। বিগত কোনো সময় ব্রাজিলকে হারাতে পারেনি তারা। ব্রাজিল রাশিয়া বিশ্বকাপেও বিদায় নিয়েছিল কোয়ার্টার থেকে। প্রতিপক্ষ ছিল ইউরোপের বেলজিয়াম এবার আরেক ইউরোপের কাছে হারল।
১২০ মিনিটের পর টাইব্রেকারেও ক্রোয়েশিয়াকে ম্যাচে রাখেন গোলরক্ষক লিভাকোভিচ। ব্রাজিলের রদ্রিগোর শট তিনি সেভ করেন। ব্রাজিলের এলিসন বেকার ক্রোয়েশিয়ার কোনো গোল রুখতে পারেনি। ব্রাজিলের হয়ে ক্যাসেমিরো ও পেদ্রো গোল করলেও এক গোল পেছনে থাকায় চাপেই ছিল ব্রাজিল। মারকিনিয়োসের শট সাইড পোস্টে লাগলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা