স্পোর্টস ডেস্ক
৮০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
আউট হবার পর প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন মুশফিকুর রহিম।
ভারতের বিপক্ষে শেষ ওয়ান ডে ম্যাচটি যেন এক তরফাভাবেই খেলেছে ভারতীয় ব্যাটাররা। তাদের সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির বদৌলতে বাংলাদেশের সামনে এখন রানের পাহাড়। সেই পাহাড়ে ডিঙাতে গিয়ে ৮০ রান হবার আগেই ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ ক্রিকেট দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে তিন উইকেটে ৭৩ রান। এর আগে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ৪০৯ রান সংগ্রহ করেছে ভারত। যা ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড।
বাংলাদেশের হয়ে রান তাড়া করতে নামেন আনামুল হক বিজয় ও লিটন দাস। প্রথম চার ওভারে দুজন যোগ করেন ৩৩ রান। যা ম্যাচের পরিপ্রেক্ষিতে বেশ ভালো শুরুই বলা যায়। তবে পরের ওভারেই ছন্দপতন।
পঞ্চম ওভারে আক্রমণে আসেন আক্সার প্যাটেল। তার করা প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ সিরাজের তালুবন্দী হন ৮ রান করা বিজয়। এর কিছু পরেই সাজঘরে ফেরেন লিটন। তিনি করেন ২৯ রান।
দলের বিপদের মুখে নেমে আরো একবার ব্যর্থতা উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। আক্সার প্যাটেলের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ৭ রান করেন তিনি। সাকিব ও ইয়াসির আলী রাব্বি মিলে দলকে এগিয়ে নিচ্ছেন।
এর আগে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বল হাতে শুরুতেই সাফল্যের দেখা পায় টাইগাররা। মেহেদী হাসান মিরাজের বলে ৩ রানে ফেরেন শিখর ধাওয়ান।
এরপর কোহলিকে আউট করার সুযোগ পেলেও তা হারায় টাইগাররা। ভারতীয় ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে মিরাজের ফ্লাইটে ধোঁকা খেয়ে ফ্লিকে ডিপ মিডে বল তুলে দেন তিনি। তবে বলের গতি আন্দাজ করতে পারেননি লিটন, করেন মিস।
এরপর বাংলাদেশকে আর কোনো সুযোগ দেননি কোহলি। মিরাজের বলে লং অনে সিঙ্গেল নিয়ে ফিফটি পূরণ করেন তিনি। এর আগে আপন গতিতে সেঞ্চুরির মাধ্যমে আক্রমণাত্মক ইনিংসের পূর্ণতা দেন ঈশান কিষাণ। আফিফ হোসেনকে সুইপ করে ৮৫ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান তিনি।
এদিন ঈশানের মনে ছিল অন্য কিছু। ভারতীয় দলে সুযোগ পাওয়া যেন তার জন্য অমাবস্যার চাঁদ। যে কয়টি ম্যাচ খেলেছেন, কখনোই পাননি সেঞ্চুরির দেখা। সেই তিনি যেন সেঞ্চুরির পর ধারণ করেন রুদ্ররূপ।
একেরপর এক বল সীমানার বাইরে পাঠাতে থাকেন ঈশান। যার মাধ্যমে তুলে নেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। একইসঙ্গে ঢুকে যান ইতিহাসের পাতায়। আউট হওয়ার আগে একগাদা রেকর্ডকে সঙ্গী করে ২১০ রান করেন তিনি।
ঈশানের বিদায়ের পরই ব্যাটিং ধসে পড়ে ভারত। অল্প সময়ের ব্যবধানে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল ও বিরাট কোহলি। আইয়ার ৩ ও রাহুল ৮ রানে ফিরলেও ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরির দেখা পান কোহলি। তিনি করেন ১১৩ রান।
ইনিংসের শেষদিকে ওয়াশিংটন সুন্দরের ৩৭ ও আক্সার প্যাটেলের ২০ রানের দুই ক্যামিওতে ৪০০ পার করে ভারত। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও এবাদত হোসেন দুটি এবং মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেন।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা