হেলাল আহমেদ
কে হতে পারেন কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী?
কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি এবং তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি- সংগৃহীত
কাতার বিশ্বকাপ আদতে এখন শেষ পর্বে এসে গেছে। গ্রুপ পর্ব, সুপার সিক্সটিন, নক আউট পর্বের পর কোয়ার্টার ফাইনাল শেষে লড়াই এখন শেষ চারের। অর্থাৎ, সেমিফাইনাল খেলায় গড়িয়েছে কাতার বিশ্বকাপ। আসরে এ পর্যন্ত টিকে আছে আর্জেন্টিনা, ফ্রান্স, ক্রোয়েশিয়া এবং মরক্কো। বিশ্বকাপের ট্রফির বাইরেও প্রতি আসরে আরেকটি আগ্রহের বিষয় থাকে গোল্ডেন বুট কে পেল তা নিয়ে। এই আসরেও আছে গোল্ডেন বুটের জটিল সমীকরণ। গোল্ডেন বুটের দৌড়ে আছেন কয়েকজন। তবে শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে এবারের গোল্ডেন বুট আজকের প্রতিবেদনে জানাবো তা।
প্রথমেই যার কথা বলতে হয় উদীয়মান তরুণ তুর্কি ফ্রান্সের এমবাপ্পে। এ পর্যন্ত কাতার আসরে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন এই তারকা ফুটবলার। বিশ্বকাপের আসরে এ পর্যন্ত ৫টি গোল করে প্রথম অবস্থানে আছেন তিনি। হাতে আছে সেমিফাইনাল খেলা এবং জিতলে ফাইনাল।
কাতার বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন এমবাপ্পে। গত আসরে একেবারেই আনকোড়া একজন কিশোর হয়ে বিশ্বকাপে অংশ নিয়ে যে দ্যুতি ছড়িয়েছিলেন এবারের আসরে অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে তারই প্রতিফলন ঘটাচ্ছেন যেন এমবাপ্পে। ফ্রান্সের তরুণ এই ফুটবলার আছেন দারুণ ফর্মেও। তাই এই আসরে গোল্ডেন বুটের দাবিদারদের মধ্যে যে এমবাপ্পে অন্যতম না অস্বীকার করার উপায় নেই।
এমবাপ্পের পরপরই গোলের হিসেবে যিনি গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে আছেন তিনি এর আগেও একাধিকবার গোল্ডেন বুট জিতেছেন। বলছি লিওনেল মেসির কথা। ২০১৪ বিশ্বকাপ আসরে ফাইনালে হারের পরও যার হাতে ওঠেছিল গোল্ডেন বুট সেই মেসি এই আসরে এ পর্যন্ত করেছেন ৪টি গোল।
এমবাপ্পের পর গোল্ডেন বুট জেতার দৌড়ে আছেন একইক্লাবে খেলা তার সতীর্থ মেসি। সৌদির বিপক্ষে এক ম্যাচ হারের দিনও মেসি গোলের দেখা পেয়েছিলেন। কিন্তু মেসির করা সেদিনের গোলটি জয়সূচক ছিল না। ওই ম্যাচ হেরে গিয়েছিল আর্জেন্টিনা।
তবে পরে মেক্সিকো, পোল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল আর্জেন্টিনা এবং বরাবরই গোল পেয়েছেন মেসি। সব মিলিয়ে ৪ গোল। সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করলে এবং জিতলে ফাইনালেঅ গোল করার সুযোগ থাকবে লিওর।
মেসির সাথেই ৪ গোল করে এই আসরে সমান দৌড়ে আছে ফ্রান্সের আরেক ফুটবলার অলিভিয়ার। এরপরের স্থানে আছেন পর্তুগালের গঞ্জালো রামোস। তিনি করেছেন ৩ গোল। তবে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ আসর থেকে পর্তুগাল বিদায় নেয়ায় তার গোলের যাত্রাও থেমে গেছে।
এরকম আরও বেশকিছু খেলোয়াড় আছেন যারা এরইমধ্যে আসর থেকে বাদ পড়ে গেছেন। কিন্তু তারাও গোল্ডেন বুটের দৌড়ে শুরু থেকে বেশ এগিয়ে ছিলেন। যাদের মধ্যে ইংল্যান্ডের রাশফোর্ড, সাকা, ইকুয়েডরের ভ্যালেন্সিয়া, স্পেনের আলভারো মোরাতাসহ আরও অনেকেই।
তবে খেলার সর্বশেষ হিসেব অনুযায়ী গোল্ডেন বুট জেতার দৌড়ে বর্তমানে প্রতিযোগিতা করছেন ৩ জন। যাদের দুইজনই আবার ফ্রান্সের। একজন আর্জেন্টিনার। দুই দলই আগামীকাল এবং পড়শু সেমিফাইনাল খেলবে। সুতরাং, তিন প্রতিদ্বন্ধীর থাকবে আরো গোল করার সুযোগ। তাই শেষ পর্যন্ত কে হবেন এবারের আসরের গোল্ডেন বুটজয়ী তা ফাইনাল খেলার দিনই দেখতে পারা যাবে।
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা