হেলাল আহমেদ
সেমিতে আজ খেলতে নেমেই যতগুলো রেকর্ড গড়বেন মেসি
আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি
বলা হয় লিওনেল মেসির ঝুলিতে ছোট-বড় মিলিয়ে নিজের কতো রেকর্ড আছে তা হয়তো খোদ মেসিও জানেন না। আবার কেউ বলেন মেসি আর রেকর্ড একে অন্যের সমার্থক। আসলেও তাই। এই কাতার বিশ্বকাপ আসরে খেলতে নেমেও করে ফেলেছেন একাধিক রেকর্ড। পেছনে ফেলে দিয়েছেন গুরু ম্যারাডোনাকে। আজকে সেমিফাইনালে খেলতে নামবেন মেসি। এই ম্যাচেও বেশকিছু রেকর্ড ছুঁতে অপেক্ষা করছেন মেসি। রেকর্ডগুলো কী চলুন একটু জেনে নেয়া যাক।
কাতার বিশ্বকাপেই মেসি নিজের হাজারতম ম্যাচ খেলার রেকর্ড করেছেন, এইতো কিছুদিন আগে। করেছেন আর্জেন্টিনার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও যা আগে ছিল ম্যারাডোনার।
এই বিশ্বকাপের গোলগুলো মিলিয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের ভাগীদারও এখন লিওনেল মেসি। সাবেক কিংবদন্তী বাতিতুস্তার মতো ১০ গোল করে আছেন একই অবস্থানে। আজকের ম্যাচে যদি মেসি গোল করতে পারেন তাহলে মেসির আর্জেন্টিনা দলের হয়ে গোল হবে ১১টি। পেছনে ফেলে দেবেন ১০ গোল করা বাতিস্তুতাকে। সে ক্ষেত্রে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন লিও।
শুধু তাই নয়, এর বাইরে এখনও পর্যন্ত মিরোস্লাভ ক্লোজের সঙ্গে মেসি ফিফা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার। তারা দুজনই বিশ্বকাপে ২৪টি করে ম্যাচ খেলেছেন। আজ সেমিফাইনাল খেলতে নামলেই ২৫তম ম্যাচ খেলার রেকর্ড করে ফেলবেন। কিংবদন্তি জার্মান ফরোয়ার্ডকে টপকে যাবেন।
জার্মানির লোথার ম্যাথাউস ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৫টি ম্যাচ খেলেছেন। আজই তাকে স্পর্শ করে ফেলবেন মেসি। আর ফাইনালে পৌঁছালে বা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেললে ম্যাথাউসের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বেন মেসি।
পাঁচটি বিশ্বকাপ ইভেন্টে অংশ নেওয়া মাত্র ছয়জন খেলোয়াড়ের মধ্যে মেসি একজন। যিনি যৌথ ভাবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলে ফেলেছেন। মেসি এবং রাফা মার্কেজ ১৮টি বিশ্বকাপের ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন। সেই নজিরও ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে।
ফিফা বিশ্বকাপের ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক ২,১০৪ মিনিট সময় ব্যয় করেছেন। কিংবদন্তি ইতালিয় ডিফেন্ডার এবং এসি মিলান আইকন পাওলো মালদিনির ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি মিনিট (২,২১৭) খেলার রেকর্ড রয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে, মালদিনির বিশ্বরেকর্ডটা ভেঙে দেবেন মেসি।
ফিফা বিশ্বকাপে আরও একটি অধরা কীর্তি ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। সাবেক বায়ার্ন মিউনিখ তারকা ক্লোজে জার্মানির হয়ে বিশ্বকাপের ১৭টি ম্যাচ জিতেছেন। এদিকে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১৫টি ম্যাচ জিতেছেন মেসি। আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে ক্লোজের রেকর্ড স্পর্শ করে ফেলবেন মেসি।
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা