হেলাল আহমেদ, আইনিউজ
আজ মাঠে নামছে ফ্রান্স-মরক্কো, কে পাবে ফাইনালের টিকিট?
![আজ রাত ১টায় মাঠে নামবে ফ্রান্স এবং মরক্কো আজ রাত ১টায় মাঠে নামবে ফ্রান্স এবং মরক্কো](https://www.eyenews.news/media/imgAll/2021April/ফ্রান্স-বনাম-মরক্কো-কাতার-বিশ্বকাপ-সেমিফাইনাল-eyenews-2212141759.jpg)
আজ রাত ১টায় মাঠে নামবে ফ্রান্স এবং মরক্কো
কাতার বিশ্বকাপের আয়োজন এখন শেষ পর্যায়ে। গতকাল আসরের প্রথম সেমিফাইনেল ক্রোয়েশিয়াকে তুলোধুনো করে প্রথম দল হিসেবে ফাইনালে ওঠেছে আর্জেন্টিনা। বাকি দুই দল ফ্রান্স এবং মরক্কো আজ নামবে লড়াইয়ে। আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে বুঝা যাবে কে হতে যাচ্ছেন ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
বুধবার (১৪ ডিসেম্বর) রাত একটায় কাতারের আল বাইত স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দল হয়ে সেমিতে খেলতে নামবে মরক্কো। বলা যায়, মরক্কোর সেমিফাইনালে হারানোর কিছু নেই। এরইমধ্যে স্পেনকে হারিয়ে এবং এখন পর্যন্ত তাদের জালে কোনো গোল ঢুকতে না দিয়ে শক্ত দল রূপেই আলোচনায় মরক্কো।
অন্যদিকে এই আসরের অন্যতম ফেভারিট দল ফ্রান্স রীতিমত ওড়ন্ত অবস্থায় আছে নিজেদের পারফরম্যান্সে। এখন পর্যন্ত আসরে কোনো বড় অঘটনের শিকার হতে হয়নি কিলিয়ান-জিরুদদের। তবে কঠিন রূপ প্রদর্শন করা মরক্কোর বিপক্ষে তবুও হুশিয়ার হয়েই সেমিফাইনাল খেলতে আজ নামবে ফ্রান্স।
তথ্য আর বিশ্লেষকদের হিসেবে আজকের ম্যাচে জেতার দৌড়ে এগিয়ে ফ্রান্স। অনেকেই ধরেই নিয়েছেন ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ফ্রান্স। তবে মরক্কো যে কোনো ধরনের অঘটন ঘটাবে তার নিশ্চয়তা কী? প্রথমবার সেমিফাইনালে ওঠা এ দলটি যদি বিশ্বকাপের ফাইনালে ওঠতে পারে এটাই হবে তাদের জন্য এক যুগান্তকারী ইতিহাস। সেই ইতিহাস রচনা করতে তাই মরীয়া আশরাফ হাকিমিরা।
আজকে যে দলই জিতবে সোজা চলে যাবে ফাইনালে। শিরোপা জয়ের লক্ষ্যে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। আর হেরে গেলে খেলতে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ফলে একথা নিশ্চিতভাবে বলাই যায় কাতার বিশ্বকাপে ফাইনালে ট্রফি জিততে না পারলেও তৃতীয় স্থান নিয়ে আসর ছাড়তে পারেন আফ্রিকান এই জায়ান্টরা।
আইনিউজ/এইচএ
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা