স্পোর্টস ডেস্ক, আই নিউজ
বাংলাদেশের লক্ষ্য ভারতের বিরুদ্ধে ২৫০ রানের লিড
বাংলাদেশের একটা উইকেট তুলে নিতে সব চেষ্টাই করল ভারত। শেষ বিকেলে শেষ বল পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হল ভারতের পেস-স্পিন যৌথ আক্রমণ। বুক চিতিয়ে ঠেকিয়ে দিলেন বাংলাদেশের তুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান।
দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। যাতে দিন শেষে ৮০ রানে পিছিয়ে স্বাগতিকরা।
টিম টাইগার জানিয়েছে, দ্বিতীয় টেস্টে তাদের লক্ষ্য ২৫০ রানের লিড। সেটি করতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ৩৩০ রান করতে হবে।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারতো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে অনিয়ন্ত্রিত বোলিং এবং কিছু ক্যাচ মিসে আক্ষেপে পুড়ছেন সাকিবরা। শুক্রবার দিনের শেষ বিকালে ভারতকে ৩১৪ রানে অলআউট করতে পারলেও তাদের লিড ৮৭ রানের।
মিরপুরের স্লো ও টার্নিং উইকেটে তৃতীয় ইনিংসে এমন লক্ষ্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়। যেহেতু উইকেট এখনও ব্যাটিং করার জন্য যথেষ্ট ভালো অবস্থায় আছে।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল ইসলাম। তিনি জানিয়েছেন, ‘উইকেট আমার কাছে এখনো ওরকম খারাপ কিছু মনে হচ্ছে না। উইকেট নরমালি এখনো স্বাভাবিকই আছে। এখন আমাদের ভালো করতে হবে আর কি। বাংলাদেশ যদি ২৫০ রানের লিড নিতে পারে, এটা আমি খারাপ বলবো না, অবশ্যই ভালো বলবো। কারণ ২৫০ রানের লিড নিতে গেলে আমাদের কালকে (শনিবার) সারাদিন খেলতে হবে। চতুর্থ ও পঞ্চম দিন উইকেট কেমন হবে, এটা আসলে দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় এটা খারাপ হবে না (২৫০ রানের লিড)।’
তৃতীয় দিন পুরোটা সময় ব্যাটিং করেই চতুর্থ দিনে ভারতকে ব্যাটিংয়ে পাঠাতে চায় বাংলাদেশ। আর সেটি করতে চায় চতুর্থ দিনের উইকেট থেকে সুবিধা আদায় করতেই। তাইজুলের কথা, ‘খেলার অবস্থা দেখেই বুঝা যাবে আমরা যদি কালকে শুধু (শনিবার) না, পরশু দিনও ব্যাটিং করতে পারি; তাহলে তো আরও ভালো। এই উইকেটটা এমন একটা অবস্থায় আছে, আমরা যত ব্যাটিং করবো ততই ভালো। আমরা যেনো পরের দিকে তাদের খেলাতে পারি।’
ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে ২৫০ রানের লক্ষ্য যথেষ্ট হবে কিনা এমন প্রশ্নে তাইজুল বলেছেন, ‘আমরা চাই যত বেশি রান করা যায়। যেহেতু হাতে তিনদিন আছে, আমরা যতটা ভালো ব্যাটিং করে ওদের ব্যাটিংয়ে পাঠাতে পারি। যদি লিড ৩০০-৩৫০ রান করতে পারি তো আরও ভালো।’
১৯ ও ২১ রানে জীবন পাওয়ার পর পরই পাল্টা আক্রমণ করেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তার সঙ্গী ঋষভ পান্ততো শুরু থেকেই ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছেন। তারা দু’জন মিলে ১৫৯ রানের জুটি গড়েছেন। ওই সময়টাতে উইকেট তুলে নেওয়াতো দূরে থাক, বাংলাদেশের বোলাররা অনিয়ন্ত্রিত বোলিং করেছেন। এ নিয়ে দিনশেষে আফসোস করেছেন তাইজুল, ‘সব মিলিয়ে বলতে গেলে মিডল সেশনটা (দ্বিতীয় সেশন) একটু ব্যয়বহুল হয়ে গেছে। আমরা যদি ওই সময়টা আরও একটু কম রান দিতে পারতাম, উইকেট যদি নাও আসত, একটু কম রান দিলে আরও ভালো অবস্থায় থাকতাম।’
ঢাকা টেস্ট শুরুর আগে পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ডও এই টেস্ট জয়ের কথা বলেছিলেন। টেস্টের দ্বিতীয় দিন এসে তাইজুলও প্রায় একই কথা বললেন, ‘আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে খুব ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। জেতার জন্যই খেলবো।’
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা