স্পোর্টস ডেস্ক
তবু দলের পারফরম্যান্সে খুশি অধিনায়ক সাকিব
![ছবি- সংগৃহীত ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/এসএসসির-ফল-পুননিরীক্ষণে-eyenews2-2212251814.jpg)
ছবি- সংগৃহীত
বলতে হয় ভারতের সাথে জিততে জিততে টেস্টে হেরে গেছে বাংলাদেশ। শেষ দুইদিনে ভারতীয় ব্যাটারদেরকে বেশ ভালোভাবেই কোণঠাসা করে রাখতে পেরেছিলেন সাকিব-মিরাজরা। এই দুইজন মিলে সুযোগে তোলে নিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট। ফলে জেতার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত ঢাকা টেস্টে হারতে হয়েছে বাংলাদেশকে। তবু দলের এম্ন পারফরম্যান্স গর্বিত অধিনায়ক সাকিব আল হাসান।
কোহোলীদের ভারত ২-০ তে সিরিজ জিতে নিলেও ঢাকা টেস্ট জিততে বেশ বেগ পেতে হয়েছে। ১৪৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৩৭ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। এরপর চতুর্থ দিনের শুরুতেই স্কোরবোর্ডে ২৯ রান যোগ করতেই হারায় আরও তিন উইকেট। এর পেছনের নায়ক সাকিব-মিরাজ। জয় চলে আসে বাংলাদেশের হাতের মুঠোয়।
এমন অবস্থায় চলতি বছরের দ্বিতীয় টেস্টে জয়ের হাতছানি পেতে শুরু করে বাংলাদেশ। কিন্তু ভাগ্য দেবতা লিখে রেখেছিলেন অন্য কিছু। যে কারণে জয়ের কাছাকাছি পৌঁছেও স্বাদ নেয়া সম্ভব হয়নি টাইগারদের।
ভারতের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ৭০ রান। হাতে ৩ উইকেট। সেই অবস্থানে থেকে রবীচন্দ্রন অশ্বিন ও শ্রেয়াশ আইয়ার দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে।
লড়াই করেও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে মাঠ ছাড়ে টাইগাররা। তবে সতীর্থদের এমন লড়াইয়ে বেশ গর্বিত সাকিব।
সাকিব বলেন, ‘আমরা সবাই জানতাম যে মিরপুরে আমাদের সুযোগ আছে। দারুণ টেস্ট হয়েছে, এটাই দর্শকরা ভালোবাসে। দুই দলই ভালো খেলেছে। চাপ সামলে দারুণ জুটি গড়েছে শ্রেয়াস ও অশ্বিন- এ জন্য তাদেরকে কৃতিত্ব দিতেই হবে।’
‘ওদের যখন জয়ের জন্য ৭০ রানের মতো দরকার, তখন আমাদের একটি উইকেট পেলেই হতো। অনেক কিছু হতে পারত, তবে দল যেভাবে লড়েছে - তাতে আমি গর্বিত’, তিনি যোগ করেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা