স্পোর্টস ডেস্ক, আই নিউজ
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিলেট বিভাগ
অনূর্ধ্ব-১৭ সিলেট ফুটবল দল
বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এই টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ বালক দলের টুর্নামেন্টের ফাইনালে সিলেট টাইব্রেকারে ৫-৪ গোলে বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকলে টাইব্রেকারে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয়। নির্ধারিত সময়ে সিলেটের ছয়ফুর রহমান ও বরিশালের সাহাদাত গাজী একটি করে গোল করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দুই দলের অধিনায়কের হাতে ট্রফি ও ৩ লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রানার্সআপ দুই দল ট্রফি ছাড়াও পায় ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার।
প্রধানমন্ত্রী ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো.সালাউদ্দিন।
জানা গেছে, জাতীয় প্রতিযোগিতা শেষে এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৪০ জন করে বালক ও বালিকাদের দুই মাসের আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত প্রতিভাবান ১৫ জন করে বালক-বালিকাকে বিদেশে (ব্রাজিল/স্পেন) উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
আগামীতে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ ছিনিয়ে আনবে আশাবাদ ব্যক্ত করে তরুণ খেলোয়াড়দের সেভাবে নিজেদের তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী উপস্থিত খেলোয়াড়রা সেভাবে প্রস্তুতি নিবে কিনা এমন প্রশ্ন ছুড়ে দেন। খেলোয়াড়রা সেভাবে প্রস্তুতি নেবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।
শেখ হাসিনা আশা প্রকাশ করেন বলেন, তোমরাই হবে আমার সেই গোল্ডেন বয়, আমরাও বিশ্বকাপ কাপ জয় করব।
খেলোয়াড়দের আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমি বলব খুব আন্তরিকতার সঙ্গে খেলতে হবে। আমি তোমাদের খেলা দেখলাম খুবই ভালো লাগলো। কিন্তু আগামীতে আরও ভালোভাবে তোমরা খেলবে। আরও বেশি ছেলেমেয়ে খেলাধুলায় যোগ দেবে সেটাই আমি আশা করি।
প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা