নিজস্ব প্রতিবেদক
বিপিএল ২০২৩ : এই আসরের সেরা ৫ সম্ভাবনাময় ক্রিকেটার
বিপিএলের নবম আসরের সম্ভাবনাময় ক্রিকেটাররা।
এগিয়ে আসছে বিপিএলের ফাইনাল, এরিমধ্যে জমে ওঠেছে এই আসরে দলগুলোর শিরোপা জয়ের লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এই নবম আসরটি একদিকে যেমন অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য নিজেদের দক্ষতাকে আরো শান দেয়ার সুযোগ হিসেবে এসেছে।
অন্যদিকে সময়ের তরুণ তুর্কীদের জন্যও অভাবনীয় ইনিংস আর মারদাঙ্গা স্পেলের চমক দেখিয়ে ভবিষ্যতের স্পটলাইট অর্জন করে নেওয়ার সুযোগও করে দিয়েছে বিপিএল। বিপিএলের নবম আসর জমিয়ে রাখছেন বেশকিছু নতুন মুখের খেলোয়াড়। যারা ইতিমধ্যেই নজড় কেড়েছেন ক্রীড়ামোদীদের। চলুন এক নজরে দেখে নেয়া যাক বিপিএলের এই মৌসুমের সেরা পাঁচজন সম্ভাবনাময় খেলোয়াড়ের তালিকা।
তৌহিদ হৃদয়- সিলেট স্ট্রাইকার্স
বগুড়ার সন্তান তৌহিদ হৃদয়ের কথা এখন রীতিমতো ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। তামিম-সৌম্যদের পর বাংলাদেশ জাতীয় দল তার টপ-অর্ডারের পরবর্তী ভরসার দেখা পেয়েই গেল কি না – এই নিয়ে যখন চায়ের কাপে কাপে তর্ক চলছে, তৌহিদ হৃদয় তখন তার সাবলীল ব্যাটিংয়ে এমনভাবে দর্শকদের মাতিয়ে রাখছেন, যেন প্রত্যাশার চাপ তাকে মোটেই স্পর্শ করছে না!
১৬৬+ স্ট্রাইক রেট নিয়ে ২২ বছর বয়সী এই সিলেট স্ট্রাইকার সদস্য এখন আছেন বিপিএল ২০২৩-এর ব্যাটসম্যানদের তালিকার একদম ওপর দিকে। তবে টুর্নামেন্টের শেষতক এই স্থান ধরে রাখতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে।
আজম খান- খুলনা টাইগার্স
সাবেক পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যান মঈন খানের ছেলে আজম খান খুলনা টাইগার্সের হয়ে মাত্র তিন ইনিংস খেলেই গড়েছেন ৮০+ গড়ের দূর্দান্ত রেকর্ড! চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৭টি বাউন্ডারি-সহ ৫৮ বলে ১০৯ রানের অবিশ্বাস্য ইনিংসটি সমালোচকদের নজর কাড়ার জন্য যথেষ্টই ছিল।
২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান তাই ক্রিজে নামলে আপাতত সমীহ করা ছাড়া তেমন উপায় দেখছেন না বোলাররা।
রবিউল হক - রংপুর রাইডার্স
টাইগারদের জন্য আরও একটি সম্ভাবনার নাম হয়ে এসেছেন ২৩ বছর বয়সী পেসার রবিউল হক। রংপুর রাইডার্সের হয়ে দূর্দান্ত কিছু স্পেল উপহার দিয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের সেরা উইকেট-টেকার মাশরাফি মর্তুজার নীচের স্থানটি অর্জন করেছেন এই তরুণ ক্রিকেট-যোদ্ধা।
নিজের সেরা দিনে মাত্র ২২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করা এই ডান-হাতি মিডিয়াম পেসারের হাতেই কি তবে সামনে বাংলাদেশ দল তুলে দেবে গতি আর কৌশলের বলে প্রতিপক্ষকে কাবু করার গুরুভার?]
তানভির ইসলাম - কুমিল্লা ভিক্টোরিয়ান্সে
বিপিএল ২০২৩ সত্যিই যেন টাইগারদের জন্য অনন্য সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে। তালিকার তৃতীয় বাংলাদেশি খেলোয়াড়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর ইসলাম তার তুখোড় স্পিনের জন্য এর মধ্যেই বেশ পরিচিত। ২৬ বছর বয়সী এই স্পিনার বিপিএল ২০২৩-এ নিজের ৩ ম্যাচে উইকেট শিকার করেছেন ৭টি।
সাকিব আল হাসান কিংবা মেহেদি মিরাজদের গড়ে তোলা দারুণ সব উদাহরণের সামনে সম্ভাবনা আর প্রত্যাশার পারদকে টিকিয়ে রাখতে অনেকটাই প্রস্তুত মনে হচ্ছে তানভির ইসলামকে, যার প্রমাণ বিপিএলে তার ৪/৩৩ এর সেরা স্পেল!
ইব্রাহিম জাদরান - ফরচুন বরিশাল
নিজের টেস্ট ডেব্যুতে হাফ-সেঞ্চুরি হাঁকানো এই আফগান খেলোয়াড়ের দিকে সবার চোখ ছিল টুর্নামেন্টের শুরু থেকেই। সে হিসেবে ৪০+ গড় রান নিয়ে ২১ বছর বয়সী জাদরান নিজের দল ফরচুন বরিশালকে হতাশ করেন নি একদমই।
মাত্র ৩ ইনিংস খেলেই ১৩৫+ স্ট্রাইক রেট এবং সেরা ৫২ রান করে এই ওপেনার যে ফরচুন বরিশালের সব প্রতিপক্ষের ব্ল্যাকলিস্টে ঢুকে পড়েছেন – তা বলাই বাহুল্য!
আই নিউজ/এইচএ
Eye News YouTube Video
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা