স্পোর্টস ডেস্ক
এমবাপ্পে-নাইমার ছাড়াই পিএসজিকে জেতালেন মেসি
![পিএসজির জার্সিতে লিওনেল মেসি। পিএসজির জার্সিতে লিওনেল মেসি।](https://www.eyenews.news/media/imgAll/2021April/lionel-messi-doing-good-for-psg-eyenews-2302051617.jpg)
পিএসজির জার্সিতে লিওনেল মেসি।
দলে ছিলেন না প্রাণ ভোমরা রামোস, এমবাপ্পে ও নেইমারের মতো তারকারা। তাতে কী? মেসি একাই যে একশো তাই যেন আবার তিনি প্রমাণ করলেন তুলজুর বিপক্ষে পিএসজির হয়ে। দলের তিন তারকার অভাব বোধ হতে দেন নি মেসি। হাকিমিদের নিয়ে দুই গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি।
পিএসজির হয়ে জয়সূচক গোল দুটি করেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি ও মরক্কোর আশরাফ হাকিমি। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল চ্যাম্পিয়নরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে তুলুজকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি।
এদিন চোটের কারণে ম্যাচের বাইরে ছিল পিএসজির নির্ভরযোগ্য সের্হিও রামোস, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার। এই চোটের তালিকায় যুক্ত হয় আরেক নির্ভরযোগ্য খেলোয়াড় রেনাতো সানচেজ।
ম্যাচের ১৪ মিনিটে চোট পেয়ে পিএসজির মিডফিল্ডার রেনাতো সানচেজকে মাঠ ছাড়তে হয়। এর পাঁচ মিনিট পরই তুলুজের মিডফিল্ডার ফন বুমেন পিএসজির জালে বল জড়ান।
৩৪তম মিনিটে মেসির একটি পাস হেড করতে ব্যর্থ হন মার্কোনিয়স। খানিক পরই বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাকানো শটে গোল করেন হাকিমি।
দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করে দিশেহারা করে তোলে তুলুজকে। এর ফলাফলও পাওয়া যায় ৫৮তম মিনিটে। হাকিমির পাসে বক্সের বাইরে থেকেই বাঁ পায়ের শটে প্রতিপক্ষের জাল খুজে নেন মেসি। এরপর একাধিক সুযোগ পেলেও গোলের দেখা পায়নি পিএসজি।
এই জয়ের মধ্য দিয়ে ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা