স্পোর্টস ডেস্ক
ব্যাটে-বলে ধরা খেয়ে হার দিয়েই বিশ্বকাপ শুরু বাঘিনীদের
![ব্যাট করতে নেমে ১২৬ রানের বেশি তোলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত ব্যাট করতে নেমে ১২৬ রানের বেশি তোলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2023February/bangladesh-lost-their-first-match-in-women-t20-against-lankan-women-team-eyenews-sports-news-2302131641.jpg)
ব্যাট করতে নেমে ১২৬ রানের বেশি তোলতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি- সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর যাত্রাটা শুভ হলো বাংলার বাঘিনীদের জন্য। লংকান নারী ক্রিকেট দলের বিপক্ষে বাজে ব্যাটিং-বোলিং এর খেসারত দিতে হয়েছে হার দিয়ে। বোরবার (১২ ফেব্রয়ারি) কেপটাউনে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
রোববার (১২ ফেব্রুয়ারি) শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং বিপর্যয়ে বড় হয়নি দলীয় সংগ্রহ। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৬ রান তোলতে পেরেছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে সোবহানা মোস্তারির ব্যাটে। ৩২ বলে খেলা এই ইনিংসে ছিল পাঁচটি চারের মার।
এ ছাড়া ৩৪ বলে ২৮ রান করেন অধিনায়ক জ্যোতি। এই দুজন ছাড়া দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল শামিমা সুলতানা এবং লতা মন্ডল। শামিমা ১৩ বলে ২০ এবং লতা ১৩ বলে ১১ রান করেন।
এদিকে ছোটলক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা শুরুতেই চাপে পড়ে। দলীয় ১৭ রানে শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙে। ৩.৩ ওভারে মারুফা আক্তারের বলে লতা মণ্ডলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন চামারি আতাপাত্তু। ১৭ বলে ১৫ রান করেন চামারি। ষষ্ঠ ওভারে বল করতে এসে জোড়া উইকেট পান মারুফা। এবার তিনি লঙ্কান ব্যাটসম্যান ভিষ্ণী গুনারত্নে ও আনুস্কা সঞ্জিবনীকে আউট করেন। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।
তবে হার্শিথা মাদাবি ও নিলাকশি ডি সিলভা অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে ব্যবধান গড়ে দেন ম্যাচের। হার্শিথা ৫০ বলে ৬৯ রান করেন ৮ চার ও ১ ছক্কায়। নিলাকশি ৩৮ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচসেরা হয়েছেন হার্শিথা।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা