নিজস্ব প্রতিবেদক
শিরোপার লড়াইয়ে নেমেই দুই উইকেট হারালো সিলেট
ফাইল ছবি
প্রথমবারের মতো শিরোপার লড়াইয়ে আজ বিপিএলের ফাইনালে মাঠে নেমেছে সিলেট সিক্সার্স। তাদের প্রতিপক্ষ ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরের শুরু থেকে একেরপর এক চমক দেখিয়ে আসা সিলেট ব্যাট করতে নেমেই হারিয়ে বসেছে দুই উইকেট। আশা জাগানিয়া সূচনা করেও প্যাভিলিয়নে ফিরেছেন শান্ত এবং ম্যাশ।
এর আগে শিরোপার নির্ধারণী ম্যাচে টসে জিতেছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল। টসে জিতে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইমরুল কায়েস।
এর আগে দুই দলের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও টসে জিতে সিলেটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইমরুল।
এদিকে ব্যাট করতে নেমে প্রথম ওভারে দুই বাউন্ডারি মেরে সিলেটি সমর্থকদের বুকে বেশ আশার সঞ্চার করেন টুর্ণামেন্টের শুরু থেকে ফর্মে থাকা নাজমুল হোশেন শান্ত। কিন্তু রান বড় করার আগেই বোল্ড আউট হয়ে বিদায় নিয়েছেন তিনি।
শান্তর আউটের পর অনেকটা আগেই ব্যাট করতে নামেন মাশরাফি বিন মুর্তজা। কিনতি তিনিও বেশিক্ষণ টিকে থাকতে পারেন নি ক্রিজে। আন্দ্রে রাসেলের বলে বোল্ড আউটের শিকার হয়েছেন কাপ্তান নিজেও। ফলে শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা ধুকছে বাংলাদেশ।
তবে টুর্ণামেন্টের শুরু থেকেই ভালো খেলে আসছে সিলেট। তাই খেলার শেষ পর্যন্ত না দেখে এখনি বুঝা যাচ্ছে বিপিএল নবম আসরের শিরোপা যাচ্ছে কার হাতে। সিলেট সিক্সার্সের প্রথমবারের মতো শিরোপা জেতার সুযোগ এখন তাদের হাতে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড এবং রুবেল হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা