স্পোর্টস প্রতিবেদক
মেসির জায়গায় যে তিন জনকে খেলাতে চায় পিএসজি
মেসির জায়গায় এই তিন খেলোয়াড়কে খেলাতে উন্মুখ পিএসজি।
জনপ্রিয় ফরাসি ফুটবল ক্লাব পিএসজি থেকে লিওনেল মেসির বহিষ্কারাদেশের খবর এখন সবার জানা। ক্লাব কতৃপক্ষের অনুমতি বিনা পর্যটন দূত হয়ে সৌদি গমন করায় মেসির বিরুদ্ধে ক্ষেপেছে পিএসজি। ফলে মেসির সাথে ভবিষ্যতে আর চুক্তিতে যাবে না পিএসজি, এমনটিই জানাচ্ছেন ক্লাব মালিক কতৃপক্ষ। এরিমধ্যে মেসির জায়গায় যে খেলোয়াড়দের তারা দলে ভিড়াতে চান তাদের নিয়ে হোমওয়ার্ক শুরু করে দিয়েছে পিএসজি।
স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসছে তিন ফুটবলারের নাম। সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, মেসির বিকল্প হিসেবে পিএসজির পছন্দের তালিকায় ওপরের দিকে আছে নাপোলির ৩৩ বছর পর সিরি আ শিরোপা জয়ের নায়ক ভিক্টর ওসিমেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৭ ম্যাচে ২২ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল।
তবে পিএসজির জন্য ওসিমেনকে পাওয়া খুব একটা সহজ হবে না। কারণ, নাইরেজিয়ার তরুণ এই স্ট্রাইকার পেতে ইতোমধ্যে হাত বাড়িয়েছে বেশ কয়েকটি বড় ক্লাব। যাদের মধ্যে অন্যতম প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড।
পিএসজিতে মেসির বিকল্প হিসেবে পছন্দের দ্বিতীয়তে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। ২৩ বছর বয়সী এই পর্তুগিজ এই স্ট্রাইকার দুর্দান্ত ফর্মে আছেন। ২০০৭ সালের পর মিলানের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার অন্যতম নায়কও তিনি। মৌসুমে সব মিলিয়ে ১৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি।
আর্জেন্টাইন মহাতারকার বিকল্প হিসেবে পছন্দের তিনে আছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রানদাল কোলো মুয়ানি। ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেছেন মুয়ানি।
শেষ পর্যন্ত কাকে দিয়ে মেসির অভাব পূরণ করবে পিএসজি, তা সময়ই বলে দেবে।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা