আই নিউজ ডেস্ক
রোনালদোর গোলে বেঁচে রইলো আল-নাসরের লিগ শিরোপার আশা
প্রথমে সুপার কাপ আর পরে সৌদি কাপ থেকে বিদায় নেওয়ায় আল-নাসরের সামনে এখন শুধু সৌদি প্রো লিগ জেতার সুযোগ রয়েছে। সেখানেও আল-ইত্তিহাদের চেয়ে পিছিয়ে রয়েছে তারা। পয়েন্ট তালিকার তৃতীয় দল আল-শাবাবের কাছে হেরে লিগ শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল আল-নাসর। কারণ, সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে থাকতে আল শাবাবের বিপক্ষে তাদের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না।
মঙ্গলবার (২৩ মে) সৌদি প্রো লিগে মৌসুমের ২৮তম ম্যাচে আল-শাবাবের মু্খোমুখি হয় আল-নাসর। প্রথমার্ধের শেষ দিক পর্যন্ত তারা দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। তবে দারুণভাবে ফিরে এসে সেই হারের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল-নাসর। দলের জয়সূচক গোলটি এসেছে এ মৌসুমেই ক্লাবে যোগ দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে।
ম্যাচের ২৫ মিনিটে আল-নাসরের ব্রাজিলিয়ান তারকা লুইজ গুস্তাভো নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করলে রেফারি আল-শাবাবের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। আল-নাসর গোলরক্ষক অগাস্টিন রোসিকে ফাঁকি দিয়ে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করতে গঞ্জালো গুয়াঙ্কোর কোনো ভুল হয়নি। ৪০ মিনিটে প্রতিপক্ষ ডি-বক্সের প্রান্ত থেকে নিচু করে নেওয়া আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন এ আর্জেন্টাইন।
তবে প্রথমার্ধের শেষদিক থেকেই আল-নাসর ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। মধ্যবিরতির এক মিনিট আগে মৌসুমে নিজের ষষ্ঠ গোল করার মাধ্যমে ব্যবধান কমান আল-নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় ছয় গজ দূর থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান আব্দুলরহমান ঘারিব।
আট মিনিট পরই রোনালদোর জাদুতে এগিয়ে যায় আল-নাসর। গুস্তাভোর পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ প্রান্ত থেকে বাঁক নিয়ে তিনি ডানদিকে যান। এরপরই ডি-বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া দুরপাল্লার শটে বল জালে পাঠান ৩৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড। চলমান ২০২২-২৩ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে এটি রোনালদোর ১৫তম গোল, যার সবগুলোই এসেছে সৌদি প্রো লিগে।
গোলের পরই দেখা যায় এক অভাবনীয় দৃশ্য। রোনালদো সাধারণত গোলের পর সিইইউ ভঙ্গিতে গোল উদযাপন করে থাকেন। আল-শাবাবের বিপক্ষে গোলের পরও সিআর সেভেন তাই করেছিলেন। কিন্তু সতীর্থরা যখন তাকে ঘিরে ধরে উল্লাস করছিলেন, তখন আচমকা সিজদাহ করে ক্লাবের মুসলিম সতীর্থদের চমকে দেন রোনালদো। মাসখানেক আগেও উরুসন্ধিতে হাত দিয়ে অশালীন অঙ্গভঙ্গি করায় যে রোনালদোকে সৌদি আরব থেকে তাড়িয়ে দেওয়ার দাবি উঠেছিল, যেই রোনালদোকেই সিজদাহর ভঙ্গিতে গোল উদযাপনের পর প্রশংসায় ভাসিয়েছেন সবাই।
সৌদি প্রো লিগের শিরোপা লড়াই দারুণভাবে জমে উঠেছে। সৌদি প্রো লিগে ২৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল-ইতিহাদের পয়েন্ট ৬৬। সমানসংখ্যক ম্যাচে আল নাসরের সংগ্রহ ৬৩। পয়েন্ট। লিগে এখনও ২টি ম্যাচ বাকি রয়েছে। শিরোপা জিততে হলে ম্যাচ জেতার পাশাপাশি আল-নাসরকে ভাগ্যের সহায়তাও পেতে হবে। কারণ আল-ইত্তিহাদের পরাজয় কিংবা পয়েন্ট এখন রোনালদোরা তাদের টপকাতে পারবেন না।
পরের ম্যাচে আল-ইত্তিহাদ আল ফেইহাকে হারালেই তাদের পয়েন্ট হবে ৬৯। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা উঠবে আল ইতিহাদের ঘরে। কারণ বাকি থাকা দুই ম্যাচেই যদি আল নাসর জয় পায়, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৬৯। কিন্তু লিগে আল নাসরের সঙ্গে মু্খোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আল-ইত্তিহাদ। ফলে সৌদি প্রো লিগের শিরোপাও যাবে তাদেরই ঝুলিতে।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা