আই নিউজ ডেস্ক
১১ বছর পর বার্সা ছাড়ার ঘোষণা জর্দি আলবার
সের্হিও বুসকেতসের বিদায় ঘোষণার পর বার্সেলোনায় এক দশকের অভিজ্ঞতা সম্পন্নদের মধ্যে টিকে ছিলেন শুধু জর্দি আলবা। কিন্তু মৌসুম শেষ হওয়ার আগে সেই আলবাও হাঁটলেন বুসকেতসের পথে। বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দিলেন এই লেফট ব্যাক। যাওয়ার আগে বার্সার হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে তৃপ্ত বলেও মন্তব্য করেছেন এই স্প্যানিশ তারকা।
২০১২ সালে বার্সার হয়ে যাত্রা শুরু করেন আলবা। ধীরে ধীরে বাঁ প্রান্তে নিজেকে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন এই স্প্যানিয়ার্ড। বার্সার অসংখ্য জয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদানও রেখেছেন আলবা। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন ১৯টি ট্রফি। বার্সায় আলবা সব মিলিয়ে খেলেছেন ৪৫৮ ম্যাচ, যেখানে সাকল্যে মাঠে ছিলেন ৩৭ হাজার ৫৯৯ মিনিট। এ সময়ে মাঠে গোলও করেছেন ২৭টি, আর সহায়তা করেছেন ৯৯ গোলে।
বার্সায় লিওনেল মেসির সঙ্গে দারুণ জুটিও গড়ে তুলেছিলেন আলবা। তাঁর অ্যাসিস্ট থেকে অনেক গোল করেছেন মেসি। তবে চলতি মৌসুমে বয়স ও ছন্দের কারণে আগের অবস্থান ধরে রাখতে পারেননি আলবা। মৌসুমে অনেক ম্যাচে শুরু করেছেন বেঞ্চ থেকে। তাই হয়তো অন্য কোথাও ঠিকানা খুঁজে নিতে চান ৩৪ পেরোনো এই লেফট ব্যাক।
নিজের বিদায়ের ঘোষণা দিয়ে আলবা বলেছেন, ‘আমি ঘোষণা দিতে চাই, এটা বার্সা খেলোয়াড় হিসেবে আমার শেষ মৌসুম। এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি আনন্দের সঙ্গে বিদায় নিচ্ছি।’
বার্সার হয়ে যাত্রা শুরুর সময়টাকে মনে করে আলবা আরও বলেছেন, ‘২০১২ সালে আমি ক্যাম্প ন্যুতে এসেছিলাম, সেটি অনন্যসাধারণ একমুহূর্ত ছিল। ১১ মৌসুম পর আমি যা জিতেছি, তা নিয়ে গর্বিত এবং যা অর্জন করেছি, তা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট।’
বার্সায় সময়টা যে উত্থান-পতনের ছিল, সেটিও মনে করেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, ‘এখানে সবকিছু যে আনন্দের ছিল, তা নয়। কারণ, আমাদের কঠিন সময়ও পার করতে হয়েছে। কিন্তু ঐক্যবদ্ধভাবে সব মোকাবিলা করেছি। ক্যাম্প ন্যুতে ছুটে বেড়ানো, সমর্থকদের কাছ থেকে সাহস পাওয়া, তাদের ভালোবাসা এবং দারুণ মুহূর্তে তাদের আনন্দ আমি খুব মিস করব।’
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা