স্পোর্টস ডেস্ক
রেকর্ড জয়ে ভারতকে হারালো বাংলাদেশের মেয়েরা
ছবি- সংগৃহীত
ভারতের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমে হেরেছে নারী ক্রিকেটাররা। সেই শোধটাই যেন ওয়ান ডে সিরিজে নিয়ে নিল তারা। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ লড়াই করে ভারতে হারিয়ে রেকর্ড গড়েছে বাংলার মেয়েরা। শক্তিশালী ভারত নারী দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। একই সঙ্গে ওয়ানডেতে প্রথমবারের মতো ভারতকে হারিয়ে ইতিহাসও রচনা করেছে জ্যোতিরা।
আজ রোববার (১৬ জুলাই) মিরপুরে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ৩৯, ফারজানার ২৭ রানে ভর করতে ১৫২ রান করে বাংলাদেশ। জবাবে মারুফা আক্তারের ৪ উইকেট এবং রাবেয়া খানের ৩ উইকেটের সুবাদে ১১৩ রানে গুটিয়ে যায় ভারত। ৪০ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশের মেয়েরা।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার শারমীন সুলতানা রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। আরেক ওপেনার মুর্শিদা খাতুন আউট হন ১৩ রানে। শুরুতে দুই উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরান জ্যোতি এবং ফারজানা। এই দুই ব্যাটারের ব্যাট থেকে আসে ৪৯ রানের জুটি।
জ্যোতি-ফারজানা জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫২ রানে আটকে যায় বাংলাদেশ। ছক্কাবিহীন বাংলাদেশের ইনিংসে বাউন্ডারি এসেছে কেবল ১৫টি।
বাংলাদেশের দেওয়া ১৫৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। দলীয় ১৩ রানে মারুফার শিকার হন স্মৃতি মান্ধানা। পাওয়ারপ্লে শেষের আগেই আরও দুই উইকেট হারায় ভারত।
ভারতের হয়ে ব্যাট করতে করে আজ রানের খাতা বড় করতে পারেন নি দলের প্রধান দুই ব্যাটার স্বস্তিকা ভাটিয়া এবং জেমিমা রড্রিগেজ। রাবেয়া খানের জোড়া শিকারে প্যাভিলিয়নের পথ ধরেন দুজনেই। ৬১ রানে ৫ উইকেট হারানো ভারতের হাল ধরেন দীপ্তি শর্মা এবং আমানজোত কৌর। এই দুই ব্যাটারের ত্রিশ রানের জুটির পর ৯১ রানের মাথায় পরপর তিন উইকেট হারিয়ে বসে ভারত। সফরকারীদের হয়ে শেষ ব্যাটার হিসেবে রানআউটের শিকার হন বারেদি আনুশা। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা