আই নিউজ ডেস্ক
এশিয়া কাপ: ভারতকে ২৩১ রানের টার্গেট দিয়েছে নেপাল
জিতলেই সুপার ফোর নিশ্চিত। ভারত-নেপাল দুই দলের সামনে একই সমীকরণ। এই সমীকরণ সামনে রেখে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের মুখোমুখি প্রথমবার এশিয়া কাপে সুযোগ পাওয়া নেপাল। এমন ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে ৪৮.২ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ নেপাল। ফলে ভারতের টার্গেট দাঁড়ায় ২৩১ রান।
এর আগে দিনের শুরুতে এশিয়া কাপে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ভারতীয় বোলাদের কাছে উইকেট বিলিয়ে দিয়েছেন নেপালি ব্যাটটাররা। এমন সময় দলের হাল ধরেন আসিফ শেখ। তুলে নেয় ক্যারিয়ারে দশম অর্ধশতক। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে নেপাল।
শুরু থেকেই দেখে খেলতে থাকেন কুশল ও আসিফ। তবে একটু পরই আক্রমণ শুরু করেন তারা। ষষ্ঠ ওভারে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকিয়ে অন্য কিছুরই যেন ইঙ্গিত দেন কুশল।
দারুণ ব্যাট করতে থাকা ভুরটেল পরাস্ত হন দশম ওভারে। শার্দুল ঠাকুরের নিরীহ এক ডেলিভারিতে খোঁচা দিতে গিয়ে ঈশান কিষাণের তালুবন্দী হন তিনি। এর আগে মাত্র ২৫ বলে করেন ৩৮ রান।
এমন ম্যাচে ওপেনার ভুরটেলের আউট হওয়ার পর মাঠে নেমে ছিলেন ভিম শারকি। তিনিও বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন তিনি। ভিম করেন ১৭ বলে ৭ রান।
নেপালের অধিনায়ক রোহিত পৌডেল ও কুশাল মাল্লা ভারতীয় বোলারদের বিপক্ষে থিতু হতে পারেননি। জাদেজার বলে আউট হয়ে দুইজনে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন।
৩৭.৫ ওভারের খেলা শেষে পাল্লেকেলে বৃষ্টি শুরু হয়। পিচ ঢাকার জন্য কভার আনা হয়েছিল। কিছু ক্ষণ পরেই বৃষ্টি থেমে যায়। ফলে আবার খেলা শুরু হয়।
সপ্তম উইকেটে ৫০ রানের জুটি বেঁধেছিল নেপাল। সেই জুটি ভাঙলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দিপেন্দ্র সিংকে ২৯ রানের মাথায় আউট করলেন তিনি। এরপর নামেন সন্দ্বীপ লামিচানে। অন্যপ্রান্ত আগলে রাখেন সোমপাল কামি। এই দুই জনের জুটিতে দুইশত রান পার করে নেপাল।
শেষ দিকে সোমপাল দলকে লড়াকু পুঁজি পর্যন্ত নিয়ে যান। ৫৬ বলে ১ চার আর ২ ছক্কায় ৪৮ রান করেন ডানহাতি এই ব্যাটার, হন শামির শিকার। ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয় নেপাল।
মোহাম্মদ সিরাজ আর রবীন্দ্র জাদেজা নেন তিনটি করে উইকেট।
আইনিউজ/ইউএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা