নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা: সাকিবদের সামনে ৩৬৪ রানের পাহাড়
বাংলাদেশের বিপক্ষে আজ আগ্রাসী ব্যাটিং চালিয়েছে ইংল্যান্ড। ছবি- ESPN
ওয়ান ডে বিশ্বকাপের সপ্তম ম্যাচে আজ চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা। সকালে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাট করতে নেমেই ইংলিশ ব্যাটারদের ঝোড়ো সূচনায় নাস্তানাবুদ হয়েছেন টাইগার পেসাররা। খরুচে হিসেবে বাদ যান নি কেউই। ফলে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে হলে বাংলাদেশকে টপকাতে হবে ৩৬৪ রানের পাহাড়। যা বাংলাদেশের জন্য অনেকটা কঠিন মনে করছেন সমর্থকরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করেছে ইংল্যান্ড। ম্যাচ জিততে চাইলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা শুরুর পর টস হেরে ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। শুরু থেকেই দেখে খেলতে থাকেন দুই ওপেনার। ধীরে ধীরে আক্রমণের গতি বাড়ান তারা।
ইংল্যান্ডের হয়ে উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেন বেয়ারস্টো ও মালান। ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সাকিব। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন ৫২ রান করা বেয়ারস্টো। অবশ্য এর আগে ফিফটি পূরণ করেন মালান।
দ্বিতীয় উইকেট জুটিতে আরো ভয়ংকর হয়ে ওঠে ইংল্যান্ড। যেখানে ব্যাটকে তলোয়ার বানিয়ে একেরপর এক বল বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন মালান। দারুণ ব্যাটিংয়ে ইনিংসের ৩২তম ওভারে সেঞ্চুরির স্বাদ পান তিনি।
ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেতে মালান খেলেন ৯১ বল। সেঞ্চুরির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন এ ব্যাটার, পরের ১৬ বলে করেন ৪০ রান। তবে ভয়ংকর হয়ে ওঠা এ ব্যাটারকে ফিরিয়ে ইংল্যান্ডকে আটকে ফেলার সূচনা করেন মাহেদী হাসান।
১৪০ রানে মালান ফেরার পর ৮২ রানে আউট হন জো রুট। এরপর আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। যেখানে বল হাতে আলো ছড়ান মাহেদী ও শরিফুল ইসলাম। এই দুজনের দারুণ বোলিংয়ে বড় স্কোর পায়নি ইংলিশরা। তবু বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা দেখে আজ বাংলাদেশি বোলারদের অনেকটাই হতাশ মনে হচ্ছিলো। শেষ দিকে উইকেট নিলেও শুরুর দিকে ইংলিশ ব্যাটারদের আউট করতে পারেন নি টাইগার বোলাররা।
বাকিদের মাঝে জস বাটলার ও হ্যারি ব্রুক দুজনই ২০ রান করেন। মাহেদী চারটি, শরিফুল তিনটি এবং তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান একটি করে উইকেট শিকার করেন। টাইগারদের সামনে এখন ৩৬৫ রানের বড় লক্ষ থাকায় বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলার পরিণতি কী হচ্ছে, বাংলাদেশ রেকর্ড গড়ে জয় পাবে কী না তা নিয়েই এখন সমর্থকদের আগ্রহ।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা