স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে টেবিল তালিকায় এখন সবার নিচে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও শেষ ম্যাচে বড় পরাজয় বরণ করেছে বাংলাদেশ। ছবি- ক্রিক ইনফো
ভারতে অনুষ্ঠিত এবারের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য এক দুঃসহ সময় হয়েই রয়েছে এখনো। নিজেদের প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে যে জয় পেয়েছিল বাংলাদেশ এরপর থেকে টানা হার দেখে দেখে যেন মুখ থুবড়ে পড়েছে টাইগাররা। ফলে, বিশ্বকাপে পয়েন্ট টেবিল তালিকায় এখন সর্বনিম্ন জায়গাটি জুটেছে বাংলাদেশের কপালে।
বিশ্বকাপে প্রথম রাউন্ড অর্থাৎ প্রতিটি দলের একটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ স্থানে। তবে তারপর আর জয়ের দেখা পায়নি টাইগাররা। গতকালের ম্যাচসহ টানা চার ম্যাচ হেরেছে সাকিবের দল।
নিজেদের পঞ্চম ম্যাচে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এদিন মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দেয় প্রোটিয়ারা। জবাবে ৪৬.৪ ওভারে ২৩৩ রানে রানে থামে টাইগারদের ইনিংস। ১৪৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই হারে দশ দলের লড়াইয়ে পয়েন্ট টেবিলে দশে নেমে গেছে বাংলাদেশ। বড় ওই চার হারে বাংলাদেশ দলের সেমিফাইনালে খেলার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। সেমিফাইনালে ওঠার আশা এক প্রকার শেষ। ম্যাচ শেষে তাই সাকিব বলেছেন, সেমিতে না হোক পয়েন্ট টেবিলে অন্তত পাঁচ-ছয়ে শেষ করতে চান তারা।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ওই ম্যাচে জয় পেলেও এরপর যথায়ক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা পরাজয়ের স্বাদ নেয় টাইগাররা। বাংলাদেশের পরের ম্যাচগুলো নেদারল্যান্ড, শ্রীলংকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ ছাড়া এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে নেদারল্যান্ডস, শ্রীলংকা ও ইংল্যান্ড। এদের মধ্যে পাঁচ ম্যাচ খেলে একটিতে জিতেছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই চার দলের পয়েন্ট সমান ২ করে। তবে নেট রান রেটে সবার চেয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশ নেমে গেছে দশে।
এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সাতে থাকা নেদারল্যান্ডসের নেট রান রেট -০.৭৯০। শ্রীলংকার নেট রান রেট -১.০৪৮। ইংল্যান্ডের নেট রান রেট -১.২৪৮। বাংলাদেশের নেট রান রেট -১.২৫৩।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা