স্পোর্টস ডেস্ক
লংকানদের কাছেও নাকানিচুবানি খেল ইংল্যান্ড
আজকের ম্যাচে ব্যর্থ ছিলেন ইংলিশ ব্যাটার বেন স্টোকস। ছবি- সংগৃহীত
ওয়ান বিশ্বকাপের রানিং চ্যাম্পিয়নের তকমা নিয়েই এবছর ভারতে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল ইংল্যান্ড। কিন্তু খেলা মাঠে গড়াতেই এবছর ইংল্যান্ড দলের করুণ দশাই যেন বারবার প্রদর্শিত হচ্ছে। ৫ ম্যাচ খেলে বাংলাদেশের মতো মাত্র ১ ম্যাচ জেতা ইংল্যান্ড পয়েন্ট তালিকায়ও দুর্বল। এরমধ্যে আজ চেন্নাইয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচেও বড় ধরনের হারের দেখা পেয়েছে ইংল্যান্ড। বিপরীতে ইংলিশদের হারিয়ে নিজেদের সেমিফাইনাল খেলার আশা জিইয়ে রাখল লঙ্কানরা।
বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩৩.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে ২৫.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লংকানরা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় শ্রীলংকা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা। ম্যাচের দ্বিতীয় ওভারে ডেভিড উইলির বলে বেন স্টোকসের তালুবন্দী হন পেরেরা (৪)।
এরপর ক্রিজে আসেন লংকান দলপতি কুশল মেন্ডিস। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। উইলির বলে দুর্দান্ত ক্যাচে মেন্ডিসকে তালুবন্দী করেন জস বাটলার।
পরে বাইশ গজে আসেন সাদিরা সামারাবিক্রমা। তার সঙ্গে শতরানের জুটি গড়েন নিশাঙ্কা। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম অর্ধ শতক পূরণ করেন পাথুম নিশাঙ্কা।
নিশাঙ্কার পর ফিফটি তুলে নেন সামারাবিক্রমাও। তাদের দু’জনের ব্যাটেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারের তেতো স্বাদ উপহার দিয়েছে কুশল মেন্ডিসের দল।
সাদিরা সামারাবিক্রমা ৬৫ ও পাথুম নিশাঙ্কা ৭৭ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন। এদিন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ডেভিড উইলি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। ম্যাচের শুরু থেকে দেখেশুনে খেলেন তারা দু’জন। এভাবে ৬ ওভার পর্যন্ত নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা দুজন।
ম্যাচের সপ্তম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন ডেভিড মালান। আউট হওয়ার আগে ২৮ রান করেন তিনি।
পরে বাইশ গজে আসেন জো রুট। উইকেটে থিতু হওয়ার আগেই ভুল বোঝাবুঝির শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। এরপর ক্রিজে আসেন বেন স্টোকস। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেয়ার চেষ্টা করেন বেয়ারস্টো। তবে ম্যাচের ১৪তম ওভারে কাসুন রাজিথার বলে ধনঞ্জয় ডি সিলভার তালুবন্দী হন বেয়ারস্টোর।
উইকেটে এসেই লংকান বোলারদের ওপর চড়াও হন ইংলিশ দলপতি জস বাটলার। তবে উইকেটে সেট হওয়ার আগেই লাহিরুর বলে কুশল মেন্ডিসের তালুবন্দী হন তিনি। আউট হওয়ার আগে ৮ রান করেন তিনি। ম্যাচের ১৭তম ওভারে উইকেট বিলিয়ে দেন লিয়াম লিভিংস্টোন।
মঈন আলীর সঙ্গে ৩৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন বেন স্টোকস। কিন্তু স্টোকসকে যোগ্য সঙ্গ দেওয়া মঈনকে প্যাভিলিয়নের পথ দেখান অভিজ্ঞ ম্যাথিউজ। এরপরই উইকেট বিলিয়ে দেন ক্রিস উডও।
লংকান বোলারদের রক্তচক্ষু উপেক্ষা করে ইংলিশদের আশার আলো হয়ে লড়ছিলেন বেন স্টোকস। কিন্তু ফিফটির পথে থাকা স্টোকসও আক্ষেপ নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। লাহিরুর বলেন ডিপে হেমন্তর কাছে ক্যাচ দেন তিনি। শেষ পর্যন্ত ১৪ রানে অপরাজিত ছিলেন ডেভিড উইলি। এতে ইংলিশদের ইনিংস থামে ১৫৬ রানে।
শ্রীলংকার বোলিং তোপে ৬ ইংলিশ ব্যাটার দুই অংকের ঘরই টপকাতে পারেননি। জো রুট, জস বাটলার ও লিয়াম লিভিংস্টোনের মতো ব্যাটাররাও ব্যর্থ হয়েছেন। মূলত সে কারণেই অল্প রানে থামতে হয় চ্যাম্পিয়নদের।
এদিন শ্রীলংকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন লাহিরু কুমারা। এছাড়া দু’টি করে উইকেট শিকার করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও কাসুন রাজিথা।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা