স্পোর্টস ডেস্ক
সেমির লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ভারত নিউজিল্যান্ড খেলার আগে অনুশীলনে নামছেন কোহলি। ছবি- ক্রিকইনফো
ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনাল খেলা আজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এরিমধ্যে শেষ হয়েছে টস পর্ব। সেমিফাইনালে আজ ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আসরের শুরু থেকে এখন পর্যন্ত অপরাজিত ভারতের সামনে কিউইদের অবস্থাও বেশ শক্তপোক্ত। ফলে, আজকের ভারত নিউজিল্যান্ড খেলাটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবার আশা করছেন সমর্থকরা।
সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের এই সেমিফাইনাল থেকে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। চার বছর পর আবারো সেই একই মঞ্চ। তবে এবার স্থান ভিন্ন। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে ফাইনালে উঠতে পারবে তো ভারত? নাকি ২০১৯ সালের পুনরাবৃত্তি হবে?
তার আগে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। চলতি বিশ্বকাপে প্রথম পর্বে ৯ ম্যাচ খেলে একটিতেও হারেনি স্বাগতিক ভারত। আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড হেরেছে ৪ ম্যাচে। তবে ম্যাচের আগে আলোচনায় এসেছে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ বদলানোর বিষয় নিয়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যমে ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে পিচ বদলে ফেলেছে ভারতের কিউরেটররা। প্রতিবেদনটিতে এটাও বলা হয়েছে, ভারত যদি ফাইনালে ওঠে তাহলেও পরিবর্তন করা হবে পিচ।
তবে আপাতত মাঠেই নজর থাকবে দুই দলের। এখন পর্যন্ত দুদল সর্বমোট ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় রয়েছে ৫৯ ও নিউজিল্যান্ডের ৫০টি। আর সাত ম্যাচে কোনো ফল আসেনি। বাকি ১টি ম্যাচ হয়েছে টাই। এই হিসাবেও সেমির ম্যাচে এগিয়ে থাকবে ভারত।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা