স্পোর্টস ডেস্ক
ব্রাজিলকে কাঁদিয়ে আর্জেন্টিনার জয়
হলুদ জার্সির সমর্থকদের নিস্তব্ধ করে আর্জেন্টিনার জয়। ছবি- স্পোর্টস স্টার
ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা মানেই যেন ফুটবল বিশ্বে এক বাড়তি উন্মাদনা। এবারও বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দল। তবে, কাঁদতে হয়েছে হলুদ জার্সির ভক্ত, সমর্থকদের। কেননা, ব্রাজিলের জালে ১ গোল দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এক নম্বর অবস্থান ধরে রাখল আর্জেন্টিনা। যেই ম্যাচটিতে যেখানে ঘরের মাঠে ফাউলের পসরা সাজিয়ে বিরক্তিকর ফুটবল উপহার দিয়েছে ব্রাজিল।
মারাকানায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ফাউলে ভরপুর ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ওটামেন্ডি।
ম্যাচে ব্রাজিলের ফুটবলাররা ২৬টি ফাউল করেন। বিপরীতে আর্জেন্টিনা করে ১৬টি ফাউল। গোলের জন্য ব্রাজিল ৮টি অন টার্গেট শট নেয়, যার চারটি ছিল লক্ষ্যে। আর্জেন্টিনাও সমান ৮টি শট নেয়, যেখানে লক্ষ্যে ছিল দুটি।
ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ শুরু হওয়ার সব আনুষ্ঠানিকতা শেষেই শুরু হয় প্রথম ঝামেলা। ব্রাজিলের মারাকানায় উপস্থিত আর্জেন্টিনার সমর্থকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ব্রাজিলের সমর্থকরা। দ্রুতই সেখানে ছুটে যান স্থানীয় পুলিশের সদস্যরা। আর্জেন্টাইন দর্শকদের পেটাতে শুরু করেন তারা।
ঘটনার জের ধরে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি পুরো দল নিয়ে চলে যান ড্রেসিংরুমে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ম্যাচের লাইভ বিবরণীতে জানায়, ‘আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দিতে শুরু করলে ঝামেলার শুরু হয়।
আর্জেন্টিনা দলের সদস্যরা এবং ব্রাজিলের অধিনায়ক মার্কুইনোস দর্শকদের শান্ত করার চেষ্টা করছিলেন। এরপর মেসির সঙ্গে আর্জেন্টিনার বাকি খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। ঝামেলা শেষে যখন খেলা যখন শুরু, ততক্ষণে পেরিয়ে গিয়েছে পুরো আধঘন্টা।
ম্যাচের সময়েও ছিল এই উত্তেজনার রেশ। শুরুর ১৫ মিনিট যেন শারীরিক ভাষা প্রয়োগেই ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা। এরমাঝে ব্রাজিলের খেলোয়াড়রাই অবশ্য চড়াও হয়েছেন বেশি। ম্যাচের ১৫ মিনিট না গড়াতেই কড়া ট্যাকল করে কার্ড দেখেন ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস এবং রাফিনহা। ৩৪ মিনিটে আবার কার্ড দেখেন ব্রাজিলের কার্লোস অগাস্টো।
এমন কড়া ট্যাকেলের মাঝে হারিয়ে গিয়েছিল ফুটবলটাই। ব্রাজিলের রক্ষণে দুই-একবার হানা দেওয়ার চেষ্টা করেছিল বটে, তবে তাতে খুব একটা সুফল আসেনি। ম্যাচের ২৮ মিনিটে একবার পেনাল্টির আবেদন তুলেছিলেন জিওভানি লো সেলসো। তবে তাতে সাড়া দেননি রেফারি। আর্জেন্টিনাও এর আগে পরে কোন সুবিধাই করতে পারেনি।
ম্যাচের সেরা সুযোগ এসেছে একেবারে শেষের আগে। ব্রাজিলের গ্যাব্রিয়েল মার্টিনেলি এদিন শুরু থেকেই ছিলেন দুর্দান্ত। ৪৪তম মিনিটে তিনিই এগিয়ে দিতে পারতেন দলকে। দারুণ এক হাফভলিতে বল জালেই জড়াতে পারতেন। তবে গোললাইন থেকে তা ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত রাখেন আর্জেন্টাইন ডিফেন্ডার কুটি রোমেরো।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে একেরপর এক আক্রমণ করতে থাকে ব্রাজিল। তবে এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত গোলকিপিংয়ে সফল হয়নি তারা। খেলার ধারার বিপরীতে ৬৩ মিনিটে কর্নার থেকে হেডে ব্রাজিলের জালে বল জড়ান নিকোলাস ওটামেন্ডি।
গোল হজমের পর যেন শারিরীকভাবে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রাজিল। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৮১ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির ফুটবলার জোয়েলিনটন। অন্যদিকে গোলবারের নীচে ভরসার প্রতিদান দেন মার্টিনেজ।
তাই শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ব্রাজিল।
আই নিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা