Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৮, ২১ আগস্ট ২০২৪

বিসিবির সভাপতি এখন ফারুক আহমেদ 

বিসিবির নতুন সভাপতি সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বিসিবির নতুন সভাপতি সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাপন যুগের অবসান হয়েছে। পদত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমালোচিত সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে বোর্ড মিটিংয়ে থাকা বিসিবির এক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সকাল ১১টায় বোর্ড মিটিং শুরু হয়। 

২০১২ সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে বিসিবিতে আসেন পাপন। ২০১৩ সালের অক্টোবরে নির্বাচিত হন তিনি। এরপর আরও দুইবার বিসিবি সভাপতি নির্বাচিত হন। কিন্তু শেষবার মেয়াদ পূর্ণ করতে পারেননি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার কথা ছিল তার। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে পদত্যাগ করতে হলো। 

এদিকে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম মেয়াদে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত, দ্বিতীয় মেয়াদে ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে তার দায়িত্ব পালন সুখকর ছিল না। পদত্যাগ করে বিদায় নিতে হয়েছিল তাকে।

বিসিবির গঠনতন্ত্রে স্পষ্ট করে লেখা আছে, পরিচালকদের মধ্য থেকে নির্বাচিত হবে প্রেসিডেন্ট। কিন্তু ফারুক আহমেদ বিসিবির পরিচালক পদে ছিলেন না। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে মনোনীত করে পরিচালক হিসেবে বিসিবিতে আনা হয়। এরপর বিসিবি পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি। 

এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবিতে পরিচালক হিসেবে আসা জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববিকে। এদের মধ্যে জালাল ইউনুস স্বেচ্ছায় পদত্যাগ করলেও ববিকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়