Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ১১ সেপ্টেম্বর ২০২৪

এশিয়া মহাদেশের মধ্যে প্রথম

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী নারী প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ম্যাচ জেতার আনন্দে বিজয় উল্লাস করছে পার্পল টিম সদস্যরা। ছবি আই নিউজ

ম্যাচ জেতার আনন্দে বিজয় উল্লাস করছে পার্পল টিম সদস্যরা। ছবি আই নিউজ

দেশে প্রথমবারের মতো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে টাই-ব্রেকারের মাধ্যমে পার্পল টিম গ্রিন টিমকে পরাজিত করে। 

এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী অ্যাম্পিউটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকালে উপজেলার লচনা মাঠে স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্স এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) এর যৌথ আয়োজনে অ্যাম্পিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচে পা ও হাতের অ্যাম্পিউটেশনসহ নারীরা পাঁচজনের দল গঠন করে অংশ নেন। এই প্রদর্শনী ম্যাচটি দশ দিনের ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত হয়, যা প্রতিবন্ধী নারীদের খেলাধুলার মাধ্যমে ক্ষমতায়ন করার লক্ষ্যে আয়োজন করা হয়। উত্তেজনাপূর্ণ টাই-ব্রেকারের মাধ্যমে পার্পল টিম গ্রিন টিমকে পরাজিত করে।

প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সুমাইয়া আক্তার সিমু। তিনি অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমার অ্যাম্পিউটেশন হওয়ার পর মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত, আমি আত্মহত্যার কথা ভাবছিলাম। কিন্তু এখানে এসে আমি বন্ধু পেয়েছি এবং ফুটবল খেলার ক্ষমতা খুঁজে পেয়েছি। আমার অনেক ভালো লাগছে। আগে থেকে স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার কিন্তু পায়ের কারণে হতে পারিনি। এসএইচআই ফুটবল ক্যাম্পের মাধ্যমে আমি আবার সেই ফুটবল খেলার সুযোগ পেয়েছি।’

আয়োজিত প্রদর্শনী ম্যাচটি শুধু নারীদের শারীরিক ক্ষমতা নয়, তাদের মানসিক শক্তিরও প্রমাণ ছিল। ম্যাচটি আশা ও সাহসের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, যা প্রমাণ করে যে প্রতিবন্ধী নারীরা খেলাধুলায় এবং জীবনে সাফল্যের শীর্ষে পৌঁছাতে সক্ষম। ম্যাচটি দেখার জন্য শতাধিক দর্শক উপস্থিত ছিলেন এবং অনেকেই খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন।

এসএইচআই এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী অ্যাম্পিউটি প্রদর্শনী ফুটবল ম্যাচ। তারা গত ১০ দিন যাবত একটি ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে, খেলা সম্পর্কিত। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী ম্যাচ। আমাদের সাধারণত প্রতিবন্ধীতাকে একটা অক্ষমতা হিসেবে সমাজে ধরে নেওয়া হয়। আমরা চেষ্টা করছি, কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের অনেক সক্ষমতা রয়েছে, তারা আমাদের থেকেও অনেক ভালো কিছু করতে পারেন। আমরা চেষ্টা করছি, খেলাধুলার মাধ্যমে এই জিনিসটা সমাজে ম্যাসেজ দিতে।’

এসময় উপস্থিত ছিলেন আইসিআরসি'র পিআরপি ম্যানেজার মি. সুভাষ সিনহা, আইসিআরসি'র প্রতিবন্ধী উপদেষ্টা কাজী ইমদাদুল হক, এসএইচআই এর সাধারণ সম্পাদক পাপ্পু মোদক, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, ঝিনুক বৈদ্য প্রমুখ।

আরএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়