Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

প্রকাশিত: ১৯:১৬, ১৫ জুলাই ২০১৯
আপডেট: ০৯:৩৪, ১৬ জুলাই ২০১৯

অনলাইন নিউজ পোর্টালের ৮০০০ আবেদন

আইনিউজ ডেস্ক: নিবন্ধনের জন্য আট হাজারেরও বেশি অনলাইন নিউজ পোর্টালের আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (১৫ জুলাই) সচিবালয়ে পাঁচ দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নে তথ্যমন্ত্রী এসব তথ্য জানান। মন্ত্রী জানান, ১৫ জুলাই আবেদনের শেষ সময়। আবেদনগুলো যাচাই-বাছাই শেষে নিবন্ধনের আওতায় আনা হবে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আট হাজার অনলাইন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক, তা নিয়ে আলোচনা চলছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যেগুলোর প্রয়োজন আছে, যেগুলো অনলাইন হিসেবে সত্যিকার অর্থে কাজ করতে পারবে বা সক্ষমতা রাখে বা ‘অন্য কোনো উদ্দেশে’ দরখাস্ত করেনি সেগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। মন্ত্রী আশা করেন, যখন নিবন্ধন হবে তখন একটি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

ডিসিদের সঙ্গে আলোচনায় অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রে ‘বিশৃঙ্খলা’ নিয়ে আলোচনা হয় বলে জানান তথ্যমন্ত্রী।

আবেদন পরীক্ষা নিরীক্ষা করতে কত দিন লাগতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, আট হাজারের বেশি আবেদন যাচাই-বাছাই করতে একটু সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব করা হবে। যেগুলো সত্যিকার অর্থে অনলাইন হিসেবে কাজ করে তাদের শিগগির নিবন্ধনের আওতায় আনা হবে। আর যেগুলোর ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন সেগুলোকে পরীক্ষা করা হবে।

ডিজিটাল নিরাপত্তা আইনের যাতে অপব্যবহার না হয় সেজন্যও ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী।

এইচকে/ ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়