Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

প্রকাশিত: ১১:২৫, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ১১:২৫, ২৯ আগস্ট ২০১৯

এবার অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে নেইমারকে!

স্পোর্টস ডেস্ক: ফুটবল পাড়ায় নেইমার গুঞ্জন দীর্ঘদিন ধরেই। সম্প্রতি শোনা যাচ্ছে বার্সাতেই আবার ফিরতে পারেন নেইমার। কিন্তু বিনিময়ে পিএসজিরও দাবি রয়েছে। সবমিলিয়ে এক্ল অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। অনেকেই বলছেন  সত্যি সত্যিই হয়তো খেলা থেকে মন উঠে যাচ্ছে নেইমারের। নিয়মিত পার্টি, গান, অতিমাত্রায় বৈচিত্র্যপূর্ণ সাজসজ্জা করে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এবার তাকে দেখা গেল নেটফ্লিক্সে অভিনয় করতে।

ফরাসি মৌসুম শুরু হয়ে বেশ কয়েক ম্যাচ হয়ে গেলেও ব্রাজিল তারকা এখনো মাঠে নামতে পারেননি। এ জন্য অবশ্য দলবদল না হওয়াটা দায়ী। তবে এই দুঃখ আড়াল করতে পারেন নেটফ্লিক্স সিরিজে অভিনয় দিয়ে।

ফুটবলার নেইমার অভিনয় করেছেন। স্প্যানিশ নেটফ্লিক্সে প্রচারিত সিরিজ ‘মানি হেইস্ট’-এ ছোট্ট একটি চরিত্রে পর্দায় দেখা গেছে নেইমারকে।

সিরিজটির তৃতীয় সিজনের ৬ ও ৮ নম্বর পর্বে যথাক্রমে ৩ মিনিট ৪৩ সেকেন্ড ও ১ মিনিট ৫৯ সেকেন্ডের জন্য অভিনয় করেছেন ব্রাজিল তারকা। তার চরিত্রের নাম ‘জন’, যিনি একজন সন্ন্যাসী।

সিরিজের গল্পটি একটি অপরাধী দলের ব্যাংক অব স্পেন লুট করার চিত্রের ওপর এগিয়েছে। ওই দলের নতুন সদস্য হিসেবে অভিনয় করেছেন নেইমার। নিজের টুইটার পেজে সংলাপ সংবলিত ভিডিও ফুটেজ পোস্ট করেছেন তিনি।

স্পেনে বেশ জনপ্রিয়তা পাওয়া সিরিজটির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি নেইমার জানান, ‘পছন্দের সিরিজের অংশ হতে পেরে স্বপ্ন সত্যি হয়েছে। জনকে এখন সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারব।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়