Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

প্রকাশিত: ১২:৪৬, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ১২:৪৬, ২৯ আগস্ট ২০১৯

ভেনেজুয়েলায় মার্কিন চক্রান্তের প্রতিবাদ যুব ইউনিয়নের

মৌলভীবাজার. ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন ও সমাজতান্ত্রিক সরকারকে উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম চক্রান্তের প্রতিবাদে ও মাদুরো সরকারকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ।

বুধবার সন্ধায় শহরের চৌমোহনা এলাকায় বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের আয়োজনে সংহতি সভায় সভাপত্বি করেন যুব ইউনিয়ন জেলা সংসদের সভাপতি আইনজীবী মাসুক মিয়া। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েসের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুবনেতা আবু রেজা সিদ্দিকী ইমন, সুজিত দেবনাথ, সাবেক ছাত্রনেতা ও প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক আহমদ আফরোজ, প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি জাবেদ ভূইয়া, রনি পাল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, লাতিন আমেকিার দেশ ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক সরকার গঠনের পর থেকেই সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট কমরেড শেভেজকে তারা ক্ষমতা থেকে নামাতে না পেরে একাধিকবার হত্যা চেষ্ঠা করেছিলো। বর্তমানে মাদুরো সরকার ও সেদেশের জণগণের শক্তিকে ধ্বংস করতে মার্কিন সাম্রাজ্যবাদ উঠেপড়ে লেগেছে। আমরা ভেনেজুয়েলার  সরকার ও জনগণের পক্ষে আমাদের সমর্থন ও ভালোবাসা জানাচ্ছি। মার্কিনসহ দুনিয়ার সকল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পৃথিবীর মুক্তিকামী মানুষের আন্দোলনে বাংলাদেশ যুব ইউনিয়নের সমর্থন তাদের পক্ষে অবস্থান থাকবে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়