Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ১৯ অক্টোবর ২০২১

বাঁচা-মরার ম্যাচ, ব্যাটিংয়ে বাংলাদেশ

মাসকোটের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁচা-মরার এই ম্যাচে কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে দুই টাইগার ওপেনার।

বিশ্বকাপের শুরুতে স্কটল্যান্ডের বিপক্ষে হারে শঙ্কা জেগেছে টাইগারদের শেষ বারোতে ওঠা নিয়ে! চলছে সাকিব-রিয়াদদের ব্যাটিং অর্ডার নিয়ে সমালোচনা। অবশ্য আজ ওমানকে হারাতে না পারলে বিশ্বকাপ থেকেই ছিটকে বাংলাদেশ। এমন পরিস্তিতিতে দলে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছিলে টাইগার কোচ রাসেল ডোমিঙ্গো। আর সেটাই হলো। দলীয় অধিনায়ক রিয়াদ জানিয়ে দিলেন সৌম্য সরকারের পরিবর্তে নামছেন নাঈম শেখ।

উল্লেখ্য, এখন পর্যন্ত একবার ওমানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বের রাউন্ডে ওমানকে বৃষ্টি আইনে ৫৪ রানে জিতেছিল টাইগাররা। ব্যাট হাতে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল।

বাংলাদেশ একাদশ:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমান একাদশ:

জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়