Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২২, ১৭ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ করে দিলো নিউজিল্যান্ড

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে সতর্কতাবশত নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের অনুশীলন বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্রিকেটারদের আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। 

জানা গেছে, নিয়ম অনুযায়ী নিউজিল্যান্ডে প্রথম এক সপ্তাহ কঠোর রুম কোয়ারেন্টিন করার কথা ছিল ক্রিকেটারদের। সেই হিসেবে ৭ দিন পর অনুশীলন শুরু করার কথা। কিন্তু এখন হুট করে আবারও রুম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল খান গণমাধ্যমকে জানান, অনিবার্য কিছু কারণে সরাসরি নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে বলা হয়েছে, যেন আমরা কয়েকদিনের জন্য অনুশীলন বন্ধ রাখি। তিনটা করোনা টেস্ট করেছি, আরেকটি বাকি রয়েছে।

'কোয়ারেন্টিনের ৯ম দিন সেই পরীক্ষা হবে। এতে সবাই নেগেটিভ এলে আমরা ছাড়পত্র পাবো।'

তিনি বলেন, ‘আগে থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনের নিয়ম থাকলেও সফরে আসার আগে আলোচনার মাধ্যমে ৭ দিন করা হয়। যদিও সেটা আসলে ১০ দিনের। এর মধ্যে প্রথম ৭ দিন এমআইকিউয়ের অধীনে এবং বাকি ৩ দিন অনুশীলন করলেও হোটেলে ফিরে আইসোলেশনে থাকতে হতো।’

আইনিউজ/এসডি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়