Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৩, ২০ ডিসেম্বর ২০২১

বিসিবি ছাড়ছেন আকরাম খান!

অন্যতম বড় এবং শক্তিশালী ক্রিকেট বোর্ড বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। এই বিসিবির গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিচ্ছেন আকরাম খান। পারিবারিক সিদ্ধান্তে পরিচালনা বিভাগের প্রধান পদ ছেড়ে দিচ্ছেন আকরাম খান।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের স্ত্রী বিষয়টি জানিয়েছেন। 

সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরাম তার ফেসবুক পোস্ট দিয়ে জানান, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান।’

স্ত্রীর এই পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়লে আকরাম খান নিজের ফোন বন্ধ করে দেন। এ বিষয়ে তিনি এখনও কোনও মতামত জানান নি।

সাবিনা আকরাম তাঁর ফেসবুক পোস্টে আকরাম খানের বিসিবি ছেড়ে দেওয়ার কথাটি উল্লেখ করে আরও লিখেন-  ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়।

'তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশন্সে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের (মিডিয়া) ’কে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’

উল্লেখ্য, ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন ২০১৪ সালে। প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ঘোষণা করা হতে পারে ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম।

আইনিউজ/এসডি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়