স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৬:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০২২
খুলনাকে হারিয়ে ফাইনালের দৌঁড়ে টিকে রইল চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই জয়ের ফলে এবারের বিপিএলের ফাইনালে উঠার দৌঁড়ে এখনো টিকে রইল চট্টগ্রাম। আর আসর থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহীমের খুলনা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান তুলতে সমর্থ হয় খুলনা।
৫৮ বলে ৮০ রানে অপরাজিত থেকেও খুলনাকে জেতাতে পারেননি ক্যারিবীয় তারকা আন্দ্রে ফ্লেচার। ইয়াসির আলী রাব্বি খেলেছেন ২৪ বলে ৪৫ রানের ইনিংস।
অধিনায়ক মুশফিকুর রহীম ২৯ বলে ৪৩ রান করেন। চট্টগ্রামের পক্ষে মেহেদি হাসান মিরাজ ২টি উইকেট শিকার করেছেন। এছাড়া নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একটি করে উইকেট পান।
আরও পড়ুন- বাংলাদেশের বিপক্ষে দুই সিরিজে আফগানিস্তানের দল ঘোষণা
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে চ্যাডউইক ওয়ালটনের বিধ্বংসী ইনিংসে ১৮৯ রানের পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফেরেন জাকির হাসান। স্কোরবোর্ডে ৪ রান যোগ হতেই অধিনায়ক আফিফ হোসেনকে (৩) খুলনা ক্যাপ্টেন মুশফিকের গ্লাভসবন্দি করেন রুয়েল মিয়া।
আরও পড়ুন- আইপিএলে দল পাননি সাকিব, মুখ খুললেন শিশির
অপর ওপেনার কেনার লুইস ৩২ বলে ৪ চার এবং ২ ছক্কায় ৩৯ রান করে নাবিল সামাদের শিকার হন। চারে নেমে চ্যাডউইক ওয়ালটন বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৮৯* রানের অপরাজিত ইনিংস। যাতে ছিল ৭টি করে চার এবং ছক্কা। তার সঙ্গে ১১৫ রানের পঞ্চম উইকেট জুটি গড়া মেহেদি মিরাজ ৩০ বলে ২ চার ১ ছক্কায় করেন ৩৬। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তোলে চট্টগ্রাম। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হন ওয়ালটন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা