Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২১ ফেব্রুয়ারি ২০২২

ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা

আজ অমর একুশে ফেব্রুয়ারি। অমর একুশের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ, যারা মুখের ভাষার জন্য রক্ত দিয়েছে। বায়ান্নর সেই ভাষা আন্দোলনের সঙ্গে সঙ্গে বীজ বপন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার।

১৯৫২ সালের এই দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে নেমে আসা সালাম, বরকত, রফিক, জব্বারদের দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছিল পাক হানাদার বাহিনির গুলিতে। কিন্তু তারা দিয়ে গেছেন আমাদেরকে মায়ের ভাষা, মুখের ভাষা।

বাংলাদেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবসটি পালন করে আসছে। ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। এবারও যথাযোগ্য মর্যাদায় পালন হচ্ছে মাতৃভাষা দিবস।

আরও পড়ুন- শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে মৌলভীবাজারে প্রশিক্ষণ কর্মশালা

এই দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস থেকে শুরু করে অনেক ক্রিকেটারই।

সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘অমর একুশে ফেব্রুয়ারি, বাংলাভাষার জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

আরও পড়ুন- আজ অমর একুশে ফেব্রুয়ারি

টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ সাবেক অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘২১ মানে অহংকার, ২১ মানে স্বাধীনতা, ২১ মানে প্রেরণা, ২১ মানে শক্তি, আজকের এই দিনে আমাদের প্রিয় মাতৃভাষা জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা।’

সৌম্য সরকার লিখেছেন, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’ লিটন দাস লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারী যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

চার বছর মিশা ভাই আর আমি স্বামী-স্ত্রীর মতো ছিলাম: জায়েদ খান

এফডিসিতে আর হবে না নির্বাচন, পীরজাদা শহিদুল হারুনকে অবাঞ্চিত ঘোষণা

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন পীরজাদা হারুন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়