Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ এপ্রিল ২০২৫,   চৈত্র ৩০ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৩১, ৩ মার্চ ২০২২

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

ডান হাতের বৃদ্ধাঙ্গুলির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবারের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশ দলকে।

ম্যাচ শুরুর ঘণ্টাদুয়েক আগে দেওয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার পুনরায় পর্যবেক্ষণ করা মুশফিককে। এরপর শনিবারের ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার সকালে দলের অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক। পরে এক্স-রে'তে খারাপ কিছু ধরা পড়েনি বলা জানিয়েছেন ফিজিও বায়েজিদ ইসলাম। তবে আঙুলে এখনও ব্যথা আছে বিধায় তাকে প্রথম ম্যাচে দেখা যাবে না।

আরও পড়ুন- রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু

মুশফিকের চোটের কথা মাথায় রেখেই বুধবার রাতে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে নেওয়া হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। তবে সোহানের হাতে উঠছে না উইকেটকিপিং গ্লাভস।

টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন, আজকের ম্যাচে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে লিটন কুমার দাসকে। পাশাপাশি অভিষেক হতে চলেছে মারকুটে ওপেনার মুনিম শাহরিয়ারের।

আইনিউজ/এসডিপি

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়