Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০২, ৪ মার্চ ২০২২
আপডেট: ২১:০৭, ৪ মার্চ ২০২২

ক্রিকেট বিশ্বের নক্ষত্রপতন

চলে গেলেন শেন ওয়ার্ন

শেন কেইথ ওয়ার্ন

শেন কেইথ ওয়ার্ন

ওডিআই ক্যারিয়ারে ২৯৩ টি এবং টেস্ট ক্যারিয়ারে ৭০৮ টি উইকেট নিয়েছেন। তাছাড়া এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ারও বহু রেকর্ড আছে এই কালজয়ী ক্রিকেটারের। হয়ত এ কারণেই তাকে বলা হতো "কিং অব স্পিন" বা স্পিনের রাজা।

অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তী, সাবেক টিম ক্যাপ্টেন ও ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার (রাইট আর্ম লেগ-ব্রেক) শেন কেইথ ওয়ার্ন আজ ৪ মার্চ, ২০২২ (শুক্রবার) থাইল্যান্ডে মারা গেছেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব।

এক বিবৃতিতে বলা হয় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। থাইল্যান্ডে নিজ ভিলায় তার নিথর দেহ পাওয়া যায়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায় নি বলে জানান তার চিকিৎসকেরা।

এদিকে ৫২ বছর বয়সে তার এই চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকও প্রকাশ করেছেন শত কিংবদন্তী খেলোয়াড় এবং বিশিষ্টজনেরা। সবার মতে তার মৃত্যু ক্রিকেট বিশ্বের জন্য একটী নক্ষত্রের পতনের মত।

শেন ওয়ার্ন ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখেন। তিনি তার ওডিআই ক্যারিয়ারে ২৯৩ টি এবং টেস্ট ক্যারিয়ারে ৭০৮ টি উইকেট নিয়েছেন। তাছাড়া এক ইনিংসে ১০টি উইকেট নেওয়ারও বহু রেকর্ড আছে এই কালজয়ী ক্রিকেটারের। হয়ত এ কারণেই তাকে বলা হতো "কিং অব স্পিন" বা স্পিনের রাজা।

উল্লেখ্য, মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। একই সাথে দুই কিংবদন্তীর মৃত্যুতে অস্ট্রেলিয়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

তার মৃত্যুতে শোক প্রকাশ করছে আই নিউজ পরিবার।

আইনিউজ/এমজিএম

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়