সীমান্ত দাস
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচি
এখনও ৭ মাসের বেশি সময় বাকি। কিন্তু দামামা বেজে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার আসর বিশ্বকাপ ফুটবলের। এবছর কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২২। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবল ২০২২ এর সময়সূচি প্রকাশিত হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো যে এরই মধ্যে জেনে গেল কে কার বিরুদ্ধে মোকাবিলা করবে।
গত ১ এপ্রিল কাতারের রাজধানী দোহায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হলো। আর এতেই অংশগ্রহণকারী ৩২টি দল ৮টি গ্রুপে বিভক্ত হলো। যদিও বিশ্বকাপে অংশগ্রহণের দৌড়ে এখনও ৩টি স্থানের জন্য ৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে তাদের সম্ভাব্য উপস্থিতিকে বিবেচনায় নিয়েই সম্পন্ন হলো ড্রয়ের আনুষ্ঠানিকতা।
কোন পটে কোন দল
এক নম্বর পটে আছে- কাতার, আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, স্পেন।
দুই নম্বর পটে আছে- যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, উরুগুয়ে এবং মেক্সিকো।
আর্জেন্টিনা, বেলজিয়াম, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগালের মতো দলগুলো জার্মানি, নেদারল্যান্ডসের সাথে একই গ্রুপে না পড়ার কারণে বড় বড় দলগুলো গ্রুপ পর্বেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এই ধরনের গ্রুপগুলোকে 'গ্রুপ অফ ডেথ' বলা হয়।
তিন নম্বর পটে আছে- সেনেগাল, জাপান, ইরান, সার্বিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়া, পোল্যান্ড এবং তিউনিসিয়া।
চার নম্বর পটের সবগুলো দল এখনো ঠিক হয়নি।
এই পটে নিশ্চিত দলগুলো কানাডা, ক্যামেরুন, ইকুয়েডর, সৌদি আরব ও ঘানা। এছাড়া পেরু, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি দল, কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে একটি দল এবং ওয়েলস, স্কটল্যান্ড ও ইউক্রেনের মধ্যে একটি দল এখানে যোগ হবে।
চলমান যুদ্ধের কারণে ইউক্রেন দল তৈরি করার সুযোগ পায়নি। ২১ নভেম্বর শুরু হয়ে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর শেষ হবে ১৮ ডিসেম্বর।
বাংলাদেশ সময় অনুযায়ী কাতার বিশ্বকাপের সূচি
গ্রুপ পর্ব-
বার |
তারিখ |
গ্রুপ |
ম্যাচ |
সময় |
স্টেডিয়াম |
সোমবার |
২১ নভেম্বর |
এ |
কাতার-ইকুয়েডর |
বিকেল ৪টা |
আল বাইত |
|
|
|
সেনেগাল-নেদারল্যান্ডস |
রাত ১০টা |
আল থুমামা |
|
|
বি |
ইংল্যান্ড-ইরান |
সন্ধ্যা ৭টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
|
|
|
যুক্তরাষ্ট্র-স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন |
রাত ১টা |
আহমাদ বিন আলি |
মঙ্গলবার |
২২ নভেম্বর |
সি |
আর্জেন্টিনা-সৌদি আরব |
রাত ১টা |
লুসাইল |
|
|
|
মেক্সিকো-পোল্যান্ড |
রাত ১০টা |
স্টেডিয়াম ৯৭৪ |
|
|
ডি |
ফ্রান্স-সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু |
সন্ধ্যা ৭টা |
আল জানুব |
|
|
|
ডেনমার্ক-তিউনিসিয়া |
বিকেল ৪টা |
এডুকেশন সিটি |
বুধবার |
২৩ নভেম্বর |
ই |
স্পেন-কোস্টারিকা/নিউজিল্যান্ড |
বিকেল ৪টা |
আল থুমামা |
|
|
|
জার্মানি-জাপান |
রাত ১০টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
|
|
এফ |
বেলজিয়াম-কানাডা |
সন্ধ্যা ৭টা |
আহমান বিন আলি |
|
|
|
মরক্কো-ক্রোয়েশিয়া |
রাত ১টা |
আল বাইত |
বৃহস্পতিবার |
২৪ নভেম্বর |
জি |
ব্রাজিল-সার্বিয়া |
রাত ১টা |
লুসাইল |
|
|
|
সুইজারল্যান্ড-ক্যামেরুন |
রাত ১০টা |
আল জানুব |
|
|
এইচ |
পর্তুগাল-ঘানা |
সন্ধ্যা ৭টা |
স্টেডিয়াম ৯৭৪ |
|
|
|
উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া |
বিকেল ৪টা |
এডুকেশন সিটি |
শুক্রবার |
২৫ নভেম্বর |
এ |
কাতার-সেনেগাল |
সন্ধ্যা ৭টা |
আল থুমামা |
|
|
|
নেদারল্যান্ডস-ইকুয়েডর |
রাত ১টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
|
|
বি |
ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র |
বিকেল ৪টা |
আল বাইত |
|
|
|
স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন-ইরান |
রাত ১০টা |
আহমাদ বিন আলি |
শনিবার |
২৬ নভেম্বর |
সি |
আর্জেন্টিনা-মেক্সিকো |
সন্ধ্যা ৭টা |
লুসাইল |
|
|
|
পোল্যান্ড-সৌদি আরব |
বিকেল ৪টা |
এডুকেশন সিটি |
|
|
ডি |
ফ্রান্স-ডেনমার্ক |
রাত ১টা |
স্টেডিয়াম ৯৭৪ |
|
|
|
তিউনিসিয়া-সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু |
রাত ১০টা |
আল জানুব |
রবিবার |
২৭ নভেম্বর |
ই |
স্পেন-জার্মানি |
সন্ধ্যা ৭টা |
আল বাইত |
|
|
|
জাপান-কোস্টারিকা/নিউজিল্যান্ড |
রাত ১টা |
আহমান বিন আলি |
|
|
এফ |
বেলজিয়াম-মরক্কো |
বিকেল ৪টা |
আল থুমামা |
|
|
|
ক্রোয়েশিয়া-কানাডা |
রাত ১০টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
সোমবার |
২৮ নভেম্বর |
জি |
ব্রাজিল-সুইজারল্যান্ড |
বিকেল ৪টা |
স্টেডিয়াম ৯৭৪ |
|
|
|
ক্যামেরুন-সার্বিয়া |
রাত ১০টা |
আল জানুব |
|
|
এইচ |
পর্তুগাল-উরুগুয়ে |
রাত ১টা |
লুসাইল |
|
|
|
দক্ষিণ কোরিয়া-ঘানা |
সন্ধ্যা ৭টা |
এডুকেশন সিটি |
মঙ্গলবার |
২৯ নভেম্বর |
এ |
নেদারল্যান্ড-কাতার |
বিকেল ৪টা |
আল বাইত |
|
|
|
ইকুয়েডর-সেনেগাল |
রাত ১০টা |
খলিফা ইন্টারন্যশনাল |
|
|
বি |
স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন-ইংল্যান্ড |
সন্ধ্যা ৭টা |
আহমান বিন আলি |
|
|
|
ইরান-যুক্তরাষ্ট্র |
রাত ১টা |
আল থুমামা |
বুধবার |
৩০ নভেম্বর |
সি |
পোল্যান্ড-আর্জেন্টিনা |
রাত ১টা |
স্টেডিয়াম ৯৭৪ |
|
|
|
সৌদি আরব-মেক্সিকো |
সন্ধ্যা ৭টা |
লুসাইল |
|
|
ডি |
তিউনিসিয়া-ফ্রান্স |
বিকেল ৪টা |
এডুকেশন সিটি |
|
|
|
সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু-ডেনমার্ক |
রাত ১০টা |
আল জানুব |
বৃহস্পতিবার |
১ ডিসেম্বর |
ই |
জাপান-স্পেন |
বিকেল ৪টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
|
|
|
কোস্টারিকা/নিউজিল্যান্ড-জার্মানি |
রাত ১০টা |
আল বাইত |
|
|
এফ |
ক্রোয়েশিয়া-বেলজিয়াম |
সন্ধ্যা ৭টা |
আহমাদ বিন আলি |
|
|
|
কানাডা-মরক্কো |
রাত ১টা |
আল থুমামা |
শুক্রবার |
২ ডিসেম্বর |
জি |
ক্যামেরুন-ব্রাজিল |
রাত ১টা |
লুসাইল |
|
|
|
সার্বিয়া-সুইজারল্যান্ড |
সন্ধ্যা ৭টা |
স্টেডিয়াম ৯৭৪ |
|
|
এইচ |
দক্ষিণ কোরিয়া-পর্তুগাল |
বিকেল ৪টা |
এডুকেশন সিটি |
|
|
|
ঘানা-উরুগুয়ে |
রাত ১০টা |
আল জানুব |
দ্বিতীয় রাউন্ড (নকআউট পর্ব)
বার |
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
শনিবার |
৩ ডিসেম্বর |
এ১-বি২ |
রাত ৯টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
|
|
সি১-ডি২ |
রাত ১টা |
আহমান বিন আলি |
রবিবার |
৪ ডিসেম্বর |
ডি১-সি২ |
রাত ৯টা |
আল থুমামা |
|
|
বি১-এ২ |
রাত ১টা |
আল বাইত |
সোমবার |
৫ ডিসেম্বর |
ই১-এফ২ |
রাত ৯টা |
আল জানুব |
|
|
জি১-এইচ২ |
রাত ১টা |
স্টেডিয়াম ৯৭৪ |
মঙ্গলবার |
৬ ডিসেম্বর |
এফ১-ই২ |
রাত ৯টা |
লুসাইল |
|
|
এইচ১-জি২ |
রাত ১টা |
এডুকেশন সিটি |
কোয়ার্টার ফাইনাল
বার |
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
শুক্রবার |
৯ ডিসেম্বর |
ই১-এফ২-জি১-এইচ২ |
রাত ৯টা |
লুসাইল |
|
|
এ১-বি২-সি১-ডি২ |
রাত ১টা |
এডুকেশন সিটি |
শনিবার |
১০ ডিসেম্বর |
এফ১-ই২-এইচ১-জি২ |
রাত ৯টা |
আল বাইত |
|
|
বি১-এ২-ডি১-সি২ |
রাত ১টা |
আল থুমামা |
সেমি ফাইনাল
বার |
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
মঙ্গলবার |
১৩ ডিসেম্বর |
প্রথম দুই কোয়ার্টার ফাইনালে জয়ী দল |
রাত ১টা |
আল বাইত |
বুধবার |
১৪ ডিসেম্বর |
শেষ দুই কোয়ার্টার ফাইনালের জয়ী দল |
রাত ১টা |
লুসাইল |
তৃতীয় স্থান নির্ধারণী
বার |
তারিখ |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
শনিবার |
১৭ ডিসেম্বর |
পরাজিত দুই সেমিফাইনালিস্ট |
রাত ৯টা |
খলিফা ইন্টারন্যাশনাল |
ফাইনাল
রবিবার |
১৮ ডিসেম্বর |
সেমিফাইনালে দুই জয়ী দল |
রাত ৯টা |
লুসাইল |
আইনিউজ/এসডি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা