Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৫ ১৪৩১

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৩ জুন ২০২২
আপডেট: ১৭:০৫, ৩ জুন ২০২২

সিলেটের রবিন ইংল্যান্ড দলে 

রবিন জেমস দাস

রবিন জেমস দাস

ম্যাচের প্রথম দিনে ৩৮তম ওভারে ফিল্ডিং করতে নামেন নাম, নম্বরহীন এক তরুণ। যার নাম ‘রবিন জেমস দাস’।বৃহস্পতিবার লর্ডসে শুরু  হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের প্রথম টেস্ট। 

রবিনের জন্ম ইংল্যান্ডের লেটনস্টোনে হলেও বাবা মৃদুল দাস বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। ২০ বছর বয়সী রবিন পড়ালেখা করেন ব্রেন্টউড স্কুলে। খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে। অবশ্য এসেক্সের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিন।

অতিরিক্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমে ফিল্ডিং করেন চার বল। রবিন অতিরিক্ত তালিকাতেও ছিলেন না ইংল্যান্ড দলের। তবে দুই অতিরিক্ত খেলোয়াড় হ্যারি ব্রক এবং ক্রেগ ওভারটন ফিল্ডার হিসেবে থাকাকালীন স্টুয়ার্ট ব্রডকেও যেতে হয় মাঠের বাইরে। আর এই সময়টাতে আপৎকালীন ফিল্ডার হিসেবে মাঠে নামতে হয় রবিন দাসকে।

রবিনের বড় ভাই জোনাথন জয় দাস খেলেন এসেক্সের দ্বিতীয় একাদশের হয়ে।

আইনিউজ/এসকেএস

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়