স্পোর্টস ডেস্ক
বার্সা ছেড়ে পিএসজিতে যেতেই আগ্রহী উসমান দেম্বেলে
বার্সেলোনার হয়ে খেলতে আর মাঠতে দেখা যাবে না উসমান দেম্বেলেকে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শুরু হয়েছে দলবদলের ডাক। এই সুযোগে কাতালানদের নতুন প্রস্তাবে সাড়া না দিয়ে প্যারিস সেইন্ট জার্মেইতে যাওয়ার পরিকল্পনা করছেন এই ফরাসি তারকা।
বর্তমান ক্লাব বার্সেলোনার সঙ্গে জুন মাসেই শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। গুঞ্জন শোনা যাচ্ছিল আবারো বার্সাতেই হয়তো থেকে যাবেন ২৪ বছর বয়সী এই ফুটবল তারকা। কিন্তু এসব তথ্যকে মিথ্যা প্রমাণ করেছেন দেম্বেলে নিজেই।
ব্রিটিশ গণমাধ্যমের বরাতে জানা গেছে, বার্সেলোনার দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেম্বেলে। আর স্পেনে নয় প্যারিসে থাকার পরিকল্পনা করছেন এই উইঙ্গার। অর্থাৎ ফ্রি ট্রান্সফারে পিএসজিতে পাড়ি জমানোর পরিকল্পনা করছেন তিনি। ২০১৭ তে বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় ঠিকানা গড়ার পর কাতালানদের হয়ে দুটি লা লিগা, দুটি স্প্যানিশ কাপ ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতেন এই ফরাসি ফরোয়ার্ড।
এদিকে, নতুন মৌসুমে নিজেদের অ্যাটাকিং সাইড সাজাতে বেশি মনোযোগ দিয়েছে আর্সেনাল। সে ধারাবাহিকতায় তারা অ্যাতলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতাকে রেখেছে তাদের দলবদলের তালিকায়। মোরাতাকে দলে ভেড়াতে অনেকটা পথ এগিয়েও গেছে গানাররা। শোনা যাচ্ছে ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোরাতাকে দলে নিচ্ছেন তারা। গেলো মৌসুমে য়্যুভেন্তাসে ধারে খেলেছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও চেলসি স্ট্রাইকার মোরাতা। ৬৭ ম্যাচ খেলে তুরিনের ওল্ড লেডিদের হয়ে করেছেন ২০ গোল।
লিভারপুল ছাড়ছেন সাদিও মানে এমন গুঞ্জন ফুটবল পাড়া জুড়ে থাকলেও, ফের গুঞ্জন উঠেছে অ্যানফিল্ডেই থেকে যেতে পারেন সেনেগালের এই তারকা। যদিও এখনো পর্যন্ত মানের চুক্তি বাড়াতে কোন আগ্রহ দেখায়নি লিভারপুল কর্তৃপক্ষ। ২০১৬ তে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেয়া মানে, ধীরে ধীরে হয়ে ওঠেন ক্লাবটির অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। অল রেডদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ গোল করেছেন আফ্রিকান কাপ অব নেশন্স জেতা এই উইঙ্গার। তবে নিজের সিদ্ধান্ত প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই জানাবেন বলে জানিয়েছেন মোনে।
আইনিউজ/এইচএ
আইনিউজ ভিডিও
চলন্ত ট্রেনে আগুন
রাস্তা পাড়ি দিচ্ছে অজগর, গাড়ি থামিয়ে চালকদের অপেক্ষা
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা