স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৯:৩২, ১৬ জুন ২০২২
অনিচ্ছুক কাউকে নিয়ে খেলতে চান না সাকিব
পুরোনো সফল ক্যাপ্টেন সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করছে বাংলাদেশ। গুঞ্জন আছে টেস্ট ম্যাচগুলোতে পাওয়া যাবে না দলের গুরুত্বপূর্ণ ফার্স্ট বোলার মুস্তাফিজুর রহমানকে। অবশ্য সাকিবও জানিয়েছেন, তিনি অনিচ্ছুক কাউকে নিয়ে খেলতে চান না। তাই মুস্তাফিজুর রহমানকেও টেস্ট খেলতে বাধ্য করতে চান না তিনি।
টেস্ট ক্রিকেটে মুস্তাফিজের আগ্রহ নেই তা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিলো। কিন্তু এই সিরিজের আগে ক্যারিবীয়দের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে খেলার জন্য তাকে রাজি করেন নির্বাচকরা। দলকে শক্তিশালী করতে চাইছেন তারা। তাই তারা চান এই টেস্ট সিরিজে মুস্তাফিজও খেলুক।
কিন্তু মুস্তাফিজ এই টেস্ট সিরিজে মাঠে নামবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সাকিব বলেছেন, 'মুস্তাফিজুর শুধু এক দিনের এবং টি-টোয়েন্টি ক্রিকেট খেলতেই পারে। ওর সিদ্ধান্তকে সম্মান করা উচিত। টেস্ট খেলতে চাইলেও ওকে আলাদা করে অনুপ্রাণিত করার কিছু নেই।'
টেস্ট ক্রিকেট থেকে অবসর না নিলেও ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে কিছুদিন টেস্ট ক্রিকেট থেকে দূরেই ছিলেন মুস্তাফিজুর রহমান। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আর পাঁচ দিনের ক্রিকেট খেলেননি।
- মাত্র ১৮৭ টাকায় দেখতে পারবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পুরো সিরিজ!
- পদ্মা সেতুর নামে হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
মুস্তাফিজ সম্পর্কে সাকিব আরও বলেছেন, 'যেহেতু মুস্তাফিজুর দলে রয়েছে, দুটো টেস্ট ঠিক খেলবে। ওকে খেলার জন্য আলাদা উৎসাহ দিতে হবে না। ও আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচ দুটোকেই গুরুত্ব দিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দুটো খেলতে মুস্তাফিজুরও মুখিয়ে রয়েছে।'
বাংলাদেশের অধিনায়ক বলেছেন, 'জানি না, ওর মনে কী আছে। টেস্ট খেলবে কী খেলবে না। প্রত্যেক খেলোয়াড়ের ব্যক্তিগত পছন্দকে সম্মান করি। সকলেই নিজের স্বচ্ছন্দের পরিসরে থাকতে চায়। আমাদেরও উচিত সেটাকে সম্মান করা।'
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট ছাড়াও তিনটি করে এক দিনের এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে হঠাৎ মুমিনুল হক টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়ায় ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ সাকিব আল হাসানের কাঁধে। আগেও দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের।
আইনিউজ/এইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা