স্পোর্টস ডেস্ক
ব্রাজিলের সাথে ম্যাচ না খেলার জন্য আদালতে গিয়েছে আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপে নিজ নিজ যোগ্যতায় অনেক আগেই টিকিট নিশ্চিত করেছে লাতিন আমেরিকান দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল। কিন্তু তাদের গোলোযোগের কারণে তাদের পরস্পরের মধ্যে একটি ম্যাচ এখনও স্থগিত রয়েছে। সেই ম্যাচটি না খেলার জন্য রীতিমতো আদালতে গিয়েছে আর্জেন্টিনা।
ঘটনাটি গত বছরের সেপ্টেম্বরের। করোনা বিধি না মেনে ব্রাজিলের মাঠে তাদের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে খেলতে নেমেছিলো লিওনেল মেসির আর্জেন্টিনা। সেটা প্রথমদিকে মেনেই নিয়েছিলো ব্রাজিলের ফুটবল ফেডারেশন। কিন্তু ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ স্থানীয় স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা সংস্থা আনভিসা এসে হস্তক্ষেপ করে।
সেদিন করোনা বিধি-নিষেধ না মানা চার আর্জেন্টাইন ফুটবলার এলিমিনিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো চেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া বেশ অপমানিতও হয়েছিলেন। এমনকি তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টাও চালিয়েছিলো ব্রাজিলের স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তা সংস্থাটি।
বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর অবশেষে ম্যাচটি স্থগিত রাখা হয়েছিলো। এরপর সময় গড়িয়েছে কয়েকমাস। বেশ কয়েকবার শোনা যায় যে, ম্যাচিটি পুনরায় অনুষ্ঠিত হবে। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সেটা ভেস্তে যায়। আবারও উঠেছে একই সুর। খেলতে প্রস্তুত নেইমারের ব্রাজিল। কিন্তু তাদের বিপক্ষে খেলতে চায় না লিওনেল মেসির আর্জেন্টিনা।
কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ভাষ্যমতে, ম্যাচটি খেলতেই হবে আর্জেন্টিনার। তাই সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টসের কাছে গিয়েছে আর্জেন্টিনা। তাদের আবদার ব্রাজিলের বিপক্ষে আর মাঠে নামবে না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সঙ্গে দিতে হবে পূর্ণ তিন পয়েন্ট।
উল্লেখ্য, ফিফা জানিয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর স্থগিত থাকা সেই ম্যাচে মাঠে নামতে হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের।
আইনিউজ/এসডি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা