Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২:১৩, ২২ জুলাই ২০২২

টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সোহান, বিশ্রামে সাকিব-মুশফিক-রিয়াদ

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে নতুন তথ্যই জানা গেল। এই সফরে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকবেন দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। আর বিশ্রামে রয়েছেন বাংলাদেশের তিন পাণ্ডব- সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব থাকছে না মাহমুদউল্লাহ রিয়াদের- সম্প্রতি এই গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আলোচনা করতেই বিকেলে রিয়াদের সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তার সঙ্গে ছিলেনটিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, নির্বাচক আব্দুর রাজ্জাক।

আলোচনা শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনিই বিষয়গুলো পরিস্কার করে জানিয়ে দেন। তার ভাষ্যমতে, এই সফরের থাকছেন না- সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিকদের কেউই। নেতৃত্বে বসছেন নতুন কোনো ক্রিকেটার।

মূলত নেতৃত্ব হারাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকেও। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ডেপুটি হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। আসন্ন সিরিজে সাকিব না থাকায় নেতৃত্বের ভার এসে পড়েছে সোহানের কাঁধে।

এদিকে সাকিব-মাহমুদউল্লাহ-মুশফিক ব্রিশামে থাকায় পঞ্চপাণ্ডবের কেউই থাকছেন না জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। কেননা মাশরাফি বিন মর্তুজা তো নেইই। আর মাত্র কিছুদিন আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে চলে গেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। তাই তারুণনির্ভর দল নিয়েই রোডেশীয়দের মোকাবিলা করবে টাইগাররা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়