Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১৬, ২৫ জুলাই ২০২২

মেসিকে বার্সেলোনায় ফেরানোর ইচ্ছা জানালেন কোচ

কোচ জাভি লাপোর্তার সাথে লিওনেল মেসি। ফাইল ছবি

কোচ জাভি লাপোর্তার সাথে লিওনেল মেসি। ফাইল ছবি

তবে কী বার্সেলোনায় ফেরার পথ সুগম হচ্ছে লিওনেল মেসির? রবিবার (২৪ জুলাই) ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানিয়েছিলেন, কাতালান ক্লাবটিতে মেসির অধ্যায় এখনও শেষ হয়ে যায়নি। এর একদিন পরেই বার্সেলোনা কোচ জাভি লাপোর্তাকে অনুরোধ জানিয়েছেন, আগামী বছর যেন মেসিকে ক্লাবে ফিরিয়ে আনা হয়।

লা লিগার আর্থিক কাঠামোগত প্রতিবন্ধকতায় গত বছর বার্সেলোনা ছাড়তে হয় লিওনেল মেসিকে। ২১ বছরের বন্ধন ছিন্ন করে ক্লাব থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অশ্রুসজল বিদায় কাতালান ক্লাবটির সমর্থক থেকে শুরু করে সবাইকেই আবেগে ভাসিয়েছিল। কাতালান ক্লাবটির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের এমন প্রস্থান মেনে নিতে পারেননি কেউই।

বার্সেলোনা ছাড়ার পর ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে মেসির সেই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর।

কাতালান সংবাদমাধ্যম স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়, পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বার্সেলোনায় ফিরিয়ে আনতে আগ্রহী ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। এমনকি বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকেও বিষয়টি জানিয়েছেন জাভি।

বর্তমানে ফ্রান্সের ক্লাব পিএসজির হয়ে খেলছেন লিওনেল মেসি

গত মাসেই ৩৫ পার করে ৩৬-এ পা দিয়েছেন মেসি। ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে বর্তমান চুক্তি শেষ হতে হতে আর্জেন্টাইন ফরোয়ার্ড পা দেবেন ৩৭-এ। তবে জাভি মনে করেন, ওই বয়সেও মেসির কাছে বার্সেলোনাকে এখনও দেওয়ার মতো এখনও অনেক কিছু রয়েছে।

মেসির প্রস্থানের পর মাঠে এবং মাঠের বাইরে বাজে সময় পার করতে হয়েছে বার্সেলোনাকে। গত মৌসুমে ঘরোয়া এবং মহাদেশীয় কোনো প্রতিযোগিতাতেই সুবিধা করতে পারেনি। সেই সঙ্গে অর্থনৈতিকভাবেও বেশ নাকাল হতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

তবে আশার কথা হলো হতাশা কাটিয়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এই মৌসুমে নতুন করে দল গোছানোর কাজে হাত দিয়েছে। দলে ভিড়িয়েছে লেভানডফস্কি, রাফিনহা, ক্রিস্টেনসেন, ফ্রাঙ্ক কেসির মতো খেলোয়াড়দের। পাশাপাশি হুলেস কুন্ডে, সিজার আজপিলিকুয়েতা, মার্কোস আলোন্সোকেও কাতালান ক্লাবটি দলে টানতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

জাভির ধারণা, মেসির প্রত্যাবর্তন মাঠে ও মাঠের বাইরে অর্থনৈতিকভাবে বার্সেলোনাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিতে ভূমিকা রাখতে পারে। এছাড়া, এতে বার্সেলোনা থেকে মেসিকে যথাযথভাবে বিদায় দেওয়ার সুযোগও তৈরি হবে বলে মনে করেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের এক সময়কার সতীর্থ।

তবে জাভি যতই মেসিকে বার্সেলোনায় ফেরানোর স্বপ্ন দেখে থাকুক না কেন, পিএসজি তাকে ছাড়তে নারাজ। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফরাসি ক্লাবটি মেসিকে চুক্তি নবায়নের প্রস্তাব দেবে বলেও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে মেসি সিদ্ধান্ত নেবেন আসন্ন কাতার বিশ্বকাপের পর।

সূত্রঃ ঢাকাট্রিবিউন

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়