স্পোর্টস ডেস্ক, আইনিউজ
বার্সা-জুভেন্টাস ম্যাচ ২-২ গোলে ড্র
বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে
নিজেদের সর্বশেষ খেলাটি বলতে গেলে তারুণ্যের উপর ভর করেই মোকাবিলা করেছে বার্সেলোনা। কেননা, যে দুই গোলে ম্যাচে পার পেলো বার্সা সে দুইটি গোলই এসেছে দলের তরুণ তুর্কি দেম্বেলের পা থেকে। বার্সেলোনা এবং জুভেন্টাসের মধ্যকার প্রাক মৌসুম প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেছেন উসমান দেম্বেলে আর জুভেদের হয়ে গোল দুটি করেছেন ময়েজ কিন।
বার্সার সাবেক তারকা খেলোয়াড় জাভি হার্নান্দেজ যবে থেকে বার্সেলোনার দায়িত্ব এসেছেন তবে থেকেই যেন চিত্র বদল করতে শুরু করেছে বার্সা। তাছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফেরা উসমান দেম্বেলেও নিয়মিত পারফর্ম করছেন এখন। তার দুর্দান্ত ফর্মের চিত্র দেখা যাচ্ছে প্রাক মৌসুম প্রীতি ম্যাচগুলোতেও। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও খেলেছিলেন দুর্দান্ত। এবার জুভেন্টাসের বিপক্ষে তো করে ফেললেন দু'দুটি গোল।
এদিন আক্রমণভাগে অবামেয়ং আর লেভান্ডোফস্কির সঙ্গে একাদশে ছিলেন উসমান দেম্বেলে। বিশ্রামে রাখা হয়েছিল ফেরান তোরেস, আনসু ফাতি, রাফিনহা এবং মেমফিস দিপাইকে। তবে তাতেও আক্রমণাত্মক খেলা থেকে বেরিয়ে আসেনি জাভির বার্সা। ম্যাচের মাত্র ৩৪ মিনিটের মাথায় সার্জিনো ডেস্টের অ্যাসিস্ট থেকে বার্সার হয়ে প্রথম লক্ষ্যভেদ করেন দেম্বেলে।
তবে ছেড়ে কথা বলছিল না জুভেন্টাসও। বার্সার গোলের জবাব দিতে জুভে নেয় মাত্র পাঁচ মিনিট। ৩৯ মিনিটের মাথায় হুয়ান কুয়াদ্রাদোর অ্যাসিস্ট থেকে গোল শোধ করেন ময়েজ কিন। তবে বার্সেলোনাও তখন লিড ধরে রাখতে মরিয়া। পরের মিনিটেই বুস্কেটসের অ্যাসিস্ট থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোল করেন দেম্বেলে। এতেই বার্সা দ্বিতীয় বারের মতো লিড নেয় ম্যাচে।
প্রথমার্ধে ওই ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও সমতায় ফেরে জুভে। ৫২তম মিনিটে ম্যানুয়েল লোকাটেল্লির অ্যাসিস্ট থেকে দ্বিতীয়বারের মতো দলকে সমতায় ফেরান ময়েজ কিন। এরপর ম্যাচের বাকি সময় দুই দলই তৃতীয় গোলের পেছনে ছুটলেও মেলেনি কাঙ্খিত গোলের দেখা।
এই নিয়ে বার্সার জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলেও কোনো গোলের দেখা পাননি রবার্ট লেভান্ডোফস্কি। শেষ পর্যন্ত তাই ওই ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
- মেসিকে বার্সেলোনায় ফেরানোর ইচ্ছা জানালেন কোচ
- ব্রাজিল-আর্জেন্টিনা কোপার সেমিতে কখন, কোথায়, কার বিপক্ষে খেলবে
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা