স্পোর্টস প্রতিবেদক
ভুবনেশ্বরে বাংলাদেশের কাছে হারলো ভারতীয় ফুটবল দল
![স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন পিয়াস আহমেদ নোভা স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন পিয়াস আহমেদ নোভা](https://www.eyenews.news/media/imgAll/2021April/bangladesh-under-20-fotball-saff-champigonship-2022-eyenews-2207271959.jpg)
স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে দুটি গোল করেন পিয়াস আহমেদ নোভা
ভূবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে। এ আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। জয়ের ধারাবাহিকতা বজায় থেকে স্বাগতিক ভারতের বিপক্ষেও। ভুবনেশ্বরে ২-১ গোলের ব্যবধানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কাছে হেরেছে ভারতের অনূর্ধ্ব-২০ দল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন পিয়াস আহমেদ নোভা আর ভারতের হয়ে একমাত্র গোলটি করেন গুরক্রিত সিং।
২০১৯ অনূর্ধ্ব-২০ সাফের চ্যাম্পিয়ন ভারত। খেলায়ও বাংলাদেশের চেয়ে এগিয়ে তারা। খেলার শুরুর থেকে একের পর এক আক্রমণও করতে দেখা গেছে ভারতকে। যদিও আক্রমণটা ঠিকঠাকভাবে সামলেছে বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা। সাজিয়েছে পাল্টা আক্রমণও।
ম্যাচের আট মিনিটের মাথায় দারুণ এক সুযোগ তৈরি করে বাংলাদেশ। সতীর্থের লং পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। এরপর ভারতের গোলরক্ষক এগিয়ে এসে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করলে তার মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ শটে বল গোলপোস্টের দিকে পাঠিয়ে দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস নোভার দুর্দান্ত চিপ শটটি গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও গোলপোস্টে লেগে ফিরে আসে। আর ফিরতি বলে টোকা দেওয়ারও কেউ ছিল না সেখানে। এতেই প্রথম আক্রমণ ব্যর্থ বাংলাদেশের।
এর মাত্র মিনিট ৯ পরে আরও একটি আক্রমণ বাংলাদেশের। ১৭তম মিনিটে ডিফেন্ডারদের ছিটকে দিয়ে ডান দিক দিয়ে আক্রমণে উঠে পোস্ট ছেড়ে বক্সের মাথায় উঠে আসা গোলরক্ষককে কাটান তিনি। কিন্তু নিজে শট না নিয়ে গোলমুখে বল বাড়ান। সেই সুযোগে বিপদমুক্ত করেন ডিফেন্ডাররা। এর কিছুক্ষণ পরে পাল্টা আক্রমণে ভারতের গুরক্রিত সিং দুর্দান্ত এক শট নিলেও তা সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে স্বস্তি পায় বাংলাদেশ।
২৯তম মিনিটে এসে ভারতের রক্ষণের ভুলকে কাজে লাগায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উঁচু হয়ে আসা বল এক ডিফেন্ডার বিপদমুক্ত করতে পারেননি। বল তার পায়ে লেগে উঠে যায় উপরে। পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন গোলরক্ষকও। পিয়াস বল নিয়ন্ত্রণে নিয়ে দেখে-শুনে কোনাকুনি শটে জাল খুঁজে নেন। এর পরপরই সমতায় ফেরে ভারত। সতীর্থের ক্রসে বক্সে বেশ খানিকটা লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন গুরক্রিত সিং। গোলরক্ষক আসিফের কিছুই করার ছিল না।
তবে সমতায় ফেরার পরেও বাংলাদেশ হাল ছাড়েনি। ভারতের আক্রমণের জবাব পাল্টা আক্রমণেই দিচ্ছিল নোভারা। প্রথমার্ধের শেষ দিকে এসে নোভাকে ডি-বক্সের ভেতর ফাউল করে ভারতীয় ডিফেন্ডার। এতেই রেফারি বাঁশি বাজান স্পটকিকের। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে নেন পিয়াস আহমেদ নোভা।
এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ভারত বেশকিছু আক্রমণ করে কিন্তু বাংলাদেশের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। আর বাংলাদেশও ব্যবধান বাড়াতে না পারলে ওই ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জেতা বাংলাদেশ পেল টানা দ্বিতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে পাঁচ দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরের টেবিলে শীর্ষে উঠেছে লাল-সবুজ জার্সিধারীরা। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ বছর বয়সীদের নিয়ে হওয়া এই আসরে ভারতের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।
আগামী শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০১৫ ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি এবার যাত্রা শুরু করেছে মালদ্বীপকে ৪-০ গোলে উড়িয়ে।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
আদিবাসী জনগোষ্ঠির সংস্কৃতি । Indigenous Culture । Eye News
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা