Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ৩০ জুলাই ২০২২

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

মিরাজুলের হ্যাট্রিকে তুলোধোনো অবস্থায় হারলো মালদ্বীপ

ফাইনালের একেবারেই কাছে বাংলাদেশ দল

ফাইনালের একেবারেই কাছে বাংলাদেশ দল

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে মোটামুটি সবকটি দলের সঙ্গেই দাপট বজায় রেখেছে বাংলাদেশ। ছাড় মিলেনি ভারতেরও। ভারতকে হারানোর পর এবার মালদ্বীপকে বিশাল ব্যবধানে তুলোধনো করে হারিয়ে ফাইনালের পথে আরও এক পা বাড়ালো বাংলাদেশ জাতীয়  অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ম্যাচে বীরত্ব দেখিয়েছেন বাংলাদেশি মিরাজুর। তিন গোল দিয়ে পূর্ণ করেছেন হ্যাট্রিক।

শুরুর একাদশে মাঠে নেমে প্রথমার্ধেই হ্যাটট্রিক তুলে নেন মিরাজুল। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ।

মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালের একদম কাছাকাছি বাংলাদেশ। বাংলাদেশ শেষ ম্যাচে নেপালের কাছে হারলেও নেপাল, ভারত ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৯। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকা দুই দল খেলবে ফাইনাল। এই মুহূর্তে গোল ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে  ১৮, ২১ ও ৪২ মিনিটে তিন গোল করে মালদ্বীপকে ম্যাচ থেকে ছিটকে ফেলেন তরুণ ফুটবলার মিরাজুল। যেন একাই ম্যাচটিকে জিতিয়ে দিয়েছেন তিনি। এর ম আঝে মাঝে ৩২ মিনিটে রফিকুল ইসলাম আরও এক গোল করলে আর ঘুরে দাঁড়াতে পারেনি তুলোধোনো হওয়া মালদ্বীপ।  

বাংলাদেশ চারটি গোলই দিয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল দিতে পারেনি বাংলাদেশ। সুযোগ আসলেও সুযোগ কাজে লাগাতে পারেন নি তিন গোল করা মিরাজুল।  

আগামী মঙ্গলবার নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই নিশ্চিত হবে এবারের ফাইনালে খেলবে কোন দুই দল।

আইনিউজ/এইচএ

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়