স্পোর্টস ডেস্ক, আইনিউজ
সমতায় ফেরার ম্যাচে টাইগারদের সামনে ১৩৬ রানের ছোট লক্ষ্য
মোসাদ্দেকের স্পিন ঘূর্ণিতে আজকে তেমন রান তোলতে আগের ম্যাচে ২০৫ রান করা জিম্বাবুয়ে। শুরুতে তো মনে হচ্ছিলো মোসাদ্দেকের বোলিং থোপে তিন অংক ছোঁয়ার আগেই গুটিয়ে যাবে স্বাগতিক জিম্বাবুয়ে। সিকান্দার রাজার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলে নিয়েছে জিম্বাবুয়ে। সিরিজে সমতায় ফিরতে টাইগারদের করতে হবে ১৩৬ রান।
বাংলাদেশের বোলিং ইনিংসের শুরুটা ছিল দারুণ। প্রথম ওভারে জোড়া আঘাত হানেন তিনি। শুরুর বলেই উদ্বোধনী ব্যাটসম্যান রেগিস চাকাভাকে আউট করেন মোসাদ্দেক। মোসাদ্দেকের করা বলটি রেগিস চাকাভার ব্যাটের কোনায় লেগে উইকেট রক্ষকের তালুবন্দী হয়। পরের দুটি বল থেকে আসেনি কোনো রান। চতুর্থ বলে ওয়াইড থেকেই খুলে জিম্বাবুয়ের রানের খাতা। এরপর আগের ম্যাচে ফিফটি করা মেধেভেরে বল পাঠান বাউন্ডারির বাইরে।
তবে শেষ বলে আর রক্ষা হয়নি। আউটসাইডের বল খেলতে গিয়ে স্ট্রেইটে দাঁড়িয়ে থাকা মাহেদীর হাতে ধরা পরে। বিপদজনক হয়ে উঠার আগেই ফিরে যান মেধেভেরে। এরপর ক্রেইগ আরভিনকেও ফেরান তিনি। ফেরার আগে রানের খাতায় মাত্র ১ রান যোগ করেছিলেন। জিম্বাবুয়ের হাল ধরার চেষ্টায় থাকা শেন উইলিয়ামসও টিকতে পারেননি। ৮ রান করতেই ফিরে যান মোসাদ্দেকের শিকার হয়ে। মিল্টন শুম্বাও একই পথ ধরেন। মোসাদ্দেকের ফাঁদে পা দিয়ে তার পঞ্চম শিকার হন তিনি। এবার ক্যাচ নেন একাদশে ফেরা হাসান মাহমুদ।
টি-টোয়েন্টিতে এটিই সেরা বোলিং মোসাদ্দেকের। এর আগেরটি ছিল ২১ রানে ২ উইকেট। শুধু নিজের নয়, বাংলাদেশেরও একটা রেকর্ড গড়ে ফেললেন তিনি। বাংলাদেশের কোনো ডানহাতি স্পিনারের জন্য টি-টোয়েন্টিতে এখন এটিই সেরা বোলিং। এর আগের রেকর্ডটি ছিল মাহমুদউল্লাহর- ১০ রানে ৩ উইকেট। আর টি-টোয়েন্টিতে ইলিয়াস সানি, সাকিব ও মোস্তাফিজের পর মোসাদ্দেক হোসেন নিলেন পাঁচ উইকেট।
মোসাদ্দেক যখন পাঁচ উইকেট নিয়ে উড়ছিলেন, জিম্বাবুয়ে তখন অন্ধকার পথ হাতরাচ্ছিল। তখনই যেন ত্রাতা হয়ে এলেন সিকান্দার রাজা। গত ম্যাচে যার অনবদ্য ৬৫ রানের (২৬ বলে) ইনিংস বড় সংগ্রহ গড়তে ভূমিকা রেখেছিল। আজও তিনি দলকে সামনে থেকেই নেতৃত্ব দেন। আগের দিনের মতো আগ্রাসী ছিলেন না। তবে দেখেশুনে খেলে ৫৩ বলে ৬২ রান করে আউট হয়ে যান। শেষদিকে বিপদজনক হওয়ার আগেই তাকে ফিরিয়ে দেন মোস্তাফিজ।
জিম্বাবুয়ের যেমন রাজা ছাড়া কেউ বলার মতো কোনো রান পাননি। তেমনি মোসাদ্দেক ছাড়া বাংলাদেশের হয়ে আর কেউ একাধিক উইকেট পাননি। ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। হাসান মাহমুদ একটি পেয়েছেন ২৬ রান খরচায়। মোস্তাফিজও সমান উইকেট নিয়েছেন ৩০ রান খরচায়।
- মোসাদ্দেকের ঘূর্ণিতে ধুঁকছে জিম্বাবুয়ে
- গাজীপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, ৫ জনের মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ১৯ টি কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসী
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
৪০ লক্ষ টাকায় বিক্রি হলো একটি মাছ, রাতরাতি ধনী জেলে
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা