Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ২০:১৯, ১৭ আগস্ট ২০২২

আইসিসি র‍্যাংকিংয়ে এগিয়ে সেরা দশে মোস্তাফিজ, পিছিয়েছেন মুশফিক

ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে এখন ১০ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান

ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে এখন ১০ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান

আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে সেরা দশে ঢুকে পড়েছেন বাংলাদেশি পেসার কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। এর আগে ছয় ধাপ পিছিয়ে র‍্যাংকিংয়ে ১৬তম স্থানে ছিলেন তিনি। এবার এক লাফে চলে এসেছেন সেরা দশে।

বুধবার (১৭ আগস্ট) আইসিসির প্রকাশিত র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে দেখা যাচ্ছে, ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে তিনি এখন ১০ নম্বরে আছেন। ৬৪০ রেটিং পয়েন্ট মোস্তাফিজের। এছাড়া ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ইসলাম তার ক্যারিয়ারসেরা ৫৩তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি এই স্পিনার ১৮ ধাপ এগিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন মোস্তাফিজ। তাইজুল ৩৪ রানে শিকার করেন ২ উইকেট। এছাড়া শেষ ওয়ানডেতে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদি হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছেন।

ওয়ানডে ব্যাটারেদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক আছেন ১৬তম স্থানে। এক ধাপ এগিয়ে ৩৪তম মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।

মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে এখন ২১ নম্বরে। তবে জিম্বাবুয়ে সফরে না খেললেও অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানটি দখলে রেখেছেন সাকিব আল হাসান।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়