Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্পোর্টস ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১২:০০, ৩১ আগস্ট ২০২২
আপডেট: ১২:০০, ৩১ আগস্ট ২০২২

এশিয়া কাপ ২০২২

আফগানিস্তানের সাথে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে ৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে ৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান

বাংলাদেশের বিপক্ষে ৯ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে আফগানিস্তান। এশিয়া কাপে গতকালকের (মঙ্গলবার-৩০ আগস্ট) ম্যাচে বাংলাদেশের পুঁজি ছিল মাত্র ১২৭ রানের। যা যথেষ্ট ছিলো না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশের দলপতি সাকিব আল হাসান।

তবু বোলিং ইনিংসের ১৫ ওভার পর্যন্ত আফগানিস্তানকে বেশ ভালোই চাপে রেখেছিল বাংলাদেশ। কিন্তু স্লগ ওভারের বোলিং ঠিকমতো করতে না পারায় ওলট-পালট হয়ে গেছে সব কিছু। ম্যাচ শেষে আর ১৫-২০ রানের আক্ষেপ করলেন অধিনায়ক সাকিব আল হাসান ও ম্যাচে বাংলাদেশের সেরা পারফরমার মোসাদ্দেক হোসেন সৈকত।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মুজিব-উর রহমানের স্পিন বাংলাদেশের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছে। মিডল অর্ডারকে দাঁড়াতে দেননি অপর স্পিনার রশিদ খান। বাংলাদেশের হয়ে এক মোসাদ্দেক হোসেন সৈকতই একপ্রান্ত ধরে লড়াই করতে পেরেছেন। যাতে ১২৭ পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ। তবে পরে আফগানিস্তানেরও কঠিন পরীক্ষা নিয়েছে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি আফগানদের রানও তুলতে দিচ্ছিলেন না বাংলাদেশি স্পিনাররা।

অধিনায়কত্বে সাকিবের দোসর হলেন আফিফ

শেষ পাঁচ ওভারে আফগানিস্তানের রান তোলার গড় দশেরও ওপরে গিয়ে ঠেকেছিল। কিন্তু তারপর আর গতিটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে পেস বোলার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফিউদ্দিন ছিলেন একদমই সাদামাটা। সেই সুযোগ নিয়ে স্লগ ওভারে দ্রুত রান তুলে আফগানদের ম্যাচ জিতিয়েছেন নাজিবুল্লাহ জাদরান।

তবে বাংলাদেশের পুঁজিটা আর একটু বড় হলে নিশ্চয় চাপ বাড়ত আফগানিস্তানের। ম্যাচ শেষে সেটাই যেন বলতে চাইছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘প্রথম ৭-৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে সব সময়ই ম্যাচ বের করা কঠিন। তবে এমন উইকেটেও আমরা ১৫-২০ রান কম করেছি বলে মনে করি। বোলাররা অসাধারণ করেছে। প্রথম ১৫ ওভারে আমরা ম্যাচেই ছিলাম। শেষ ৫-৬ ওভারে ওরা ম্যাচ বের করে নিয়েছে। আফগানিস্তান যেভাবে খেলেছে, ওদের কৃতিত্ব দিতেই হবে।’

শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে চাপে না পরলে স্কোর বড় করার সুযোগ থাকত বলছেন মোসাদ্দেক, ‘সেটি (বড় স্কোর) করার মতো অবস্থানে প্রায় চলে গিয়েছিলাম। তবে উইকেট হারালে কঠিন হয়ে যায়। উইকেট রাখতে পারলে, ১৫ ওভার পর্যন্ত নিয়ে যেতে পারতাম, তাহলে ভিন্ন হতো। ওরা এখানে ভালো খেলেছে।’

বিসিবির সিদ্ধান্তের পর যা বললেন ডমিঙ্গো

এদিকে বাংলাদেশের আগে শ্রীলংকাকেও হারিয়েছে আফগানিস্তান। টানা দুই জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত দলটির। এদিকে বাংলাদেশের জন্য সুপার ফোর অনেক দূরের রাস্তা। একদিন পর শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সুপার ফোরে যেতে হলে সেই ম্যাচে জিততেই হবে সাকিব আল হাসানের দলকে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়