ক্রীড়া প্রতিবেদক, আইনিউজ
ভারত-পাকিস্তান নয়, এশিয়ায় শ্রেষ্ঠ শ্রীলংকাই
চ্যাম্পিয়ন দল শ্রীলংকার বাঁধভাঙা উল্লাস
জমজমাট এক ফাইনাল খেলা দেখলো কাল ক্রিকেট ভক্তরা। আগে থেকেই অনেকটা ফেভারিট ছিলো পাকিস্তান। পারফরম্যান্সের বিচারে চ্যাম্পিয়ন হবার দৌড়ে পিছিয়ে ছিলো শ্রীলংকা। কিন্তু সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলংকার ওই বিধ্বংসী যেন শ্রীলংকার চ্যাম্পিয়ন হবার ইঙ্গিতই দিচ্ছিলো। যা তখন আমলে না নিলেও ফাইনালে টের পেয়েছে পাকিস্তান। ফাইনালে এশিয়ায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতে চ্যাম্পিয়নের মালা পরলো শ্রীলংকাই।
খেলা শেষ হতে তখনও ২৪ বল বাকি, মানে পুরো চার ওভার। অন্যদিকে পাকিস্তানের প্রয়োজন ৬১ রান। এ বড় কঠিন পরিস্থিতি। কাকে ভরসা করে বল হাতে বোলিংয়ে পাঠাবেন অধিনায়ক শানাকা? এই চার ওভারের যেকোন এক ওভারের ব্যবধানেই যে ঘুরে যেতে পারে লক্ষ্য। শানাকা তখন বল তুলে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভার হাতে।
ততক্ষণে তিন ওভারে ২৫ রান দিয়ে তিনি ছিলেন উইকেট শূন্য। নিজের আগের ওভারেই দিয়েছিলেন ১৪ রান। তবুও অধিনায়ক তার ওপরেই আস্থা রাখলেন। আর সে ওভারেই হাসারাঙ্গা ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। তাতে ২৩ রানের জয়ে এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করে শ্রীলংকা।
১৭ তম ওভারে হাসারাঙ্গা ফেরান তিন পাকিস্তানি ব্যাটারকে। ফিফটির পর হাত খুলতে শুরু করতে গিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। হাসারাঙ্গার প্রথম বলটিও তিনি মারতে চেয়েছিলেন উড়িয়ে। স্লগ করলেও তা লুফে নেন গুনাথিলাকা। তৃতীয় বলে আসিফ আলিকে বোল্ড করেন এই স্পিনার। পঞ্চম বলে টপ এজড হয়ে খুশদিল শাহ ক্যাচ দিলেন থার্ড ম্যানে। এই তিন বিপজ্জনক ব্যাটারের উইকেটে চাপে পড়ে পাকিস্তান। সেই চাপ আর সামলে উঠতে পারেনি তারা।
২০১৪ সালে শেষবার এশিয়া কাপ জিতেছিল শ্রীলংকা। সেবার আয়োজক ছিল বাংলাদেশ। ৮ বছর পর এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে নিলো দাসুন শানাকার দল।
সকালের সূর্যোদয় সারাদিনের পূর্বাভাস দেয় না! কথাটা যেন শ্রীলংকা প্রমাণ করেই ছাড়ল। টস হারের পর ম্যাচে ব্যাকফুটে চলে গিয়েছে বলে শঙ্কা জেগেছিল। ব্যাটিং ইনিংসের প্রথম ১০ ওভারে সেটা দেখাও গিয়েছিল। কিন্তু তারপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। শেষ ৬০ বলে শতাধিক রান তুলে গড়ে বড় সংগ্রহ। তবে সে লক্ষ্য তাড়ায় পেরে উঠল না পাকিস্তান।
অথচ দিলশান মাধুশাংকার ১১ বলের ওভারে হারটাই যেন চোখের সামনে ভাসছিল। কিন্তু প্রমোদ মাধুশান জোড়া আঘাত কিছুটা আলো জ্বালিয়েছিল। বাবর ও ফখরকে ফিরিয়ে এলোমেলো করে দেন পাকিস্তানকে। মাধুশান ২০ বলে ২২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে। ডাউন লেগের বলটি ছেড়ে দিলে ওয়াইড হতো। সেই বল ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ১১ বলে ওভার শেষ মাধুশাংকা ক্যাচটি লুফে নেন। তাতে ৫ রান করেই ফিরতে হয় বাবরকে।
পরের বলেই দ্বিতীয় শিকার করে মাধুশান। তার করা অফ স্টাম্পের বাইরের বলটি যেন স্টাম্পে ডেকে আনলেন ফখর জামান। গুড়িয়ে গেলে নিজেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে দেখেন কিছুক্ষণ। গোল্ডেন ডাকে ফিরতে হয় এই ব্যাটারকে।
এই দুই ব্যাটারকে হারানোর চাপটা সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদ। এ দুজনে গড়েন ৭১ রানের জুটি। সেই জুটিও ভাঙেন মাধুশানা। ৩১ বলে ইফতিখার ফিরেন ৩১ রান করে। যার ইনিংসটি সাজানো ছিল ২ চার ও ১ ছক্কায়।
ভারত ম্যাচের মতো এ ম্যাচেও একটা চমক দিতে চেয়েছিল পাকিস্তান। তবে একই ধরণের বিকল্প যে সবসময় কাজে আসে না, সেটাই প্রমাণ হলো মোহাম্মদ নেওয়াজের পাঁচে ব্যাট করতে নামা। আজ আর পারেননি তিনি। ৯ বলে ৬ রান করে ফিরে যেতে হয়। এরপরের ওভারেই ম্যাচের মোড় ঘুরে যায়।
নেওয়াজ যখন আউট হলেন তখনও পাকিস্তানের জয়টা খুব একটা কষ্টসাধ্য ছিল না। হাত খুলে চার-ছক্কাতেই ম্যাচ হাতের মুঠোয় চলে আসতো। সেটাই করতে দেননি হাসারাঙ্গা। ৪৯ বল খেলে ৪ চারে ও ১ ছক্কায় ৫৫ রান করে ফিরতে হয় রিজওয়ানকে। এরপর একে একে আসিফ ও খুশদিলকে ফিরিয়ে আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দেন। যে হারানো আত্মবিশ্বাস আর ফিরে পায়নি পাকিস্তান। শাদাব খান থাকা সত্বেও করতে পারেননি কিছুই। যেন অসহায় আত্মসমর্পণ করে গেছেন।
শ্রীলংকার হয়ে প্রমোদ মাধুশান ৩৪ রান দিয়ে চারটি, হাসারাঙ্গা ২৭ রান দিয়ে তিনটি ও করুনারত্নে দুটি উইকেট শিকার করেন। ব্যাট হাতে ৭১ রানে জয়ের পথ প্রশস্ত করে দেওয়া ভানুকা রাজাপাকসে হয়েছেন ম্যাচসেরা। অন্যদিকে শেষ ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা